ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

পদের প্রাপ্যতা ছাড়া এমপিও, ১২ শিক্ষককে শোকজ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ২৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদের প্রাপ্যতা ছাড়া এমপিও, ১২ শিক্ষককে শোকজ

সচিবালয় প্রতিবেদক : ১২ শিক্ষককে শোকজ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। পদের প্রাপ্যতা না থাকা সত্ত্বেও এমপিওভুক্তির অভিযোগে অধিদপ্তর থেকে ইতিমধ্যে এসব শিক্ষককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সূত্র জানায়, এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাক্রমের এমপিও নীতিমালা-১৯৯৫ অনুযায়ী সহকারী অধ্যাপক পদের প্রাপ্যতা ছিল না। তাই ২০১০ সালের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো জারি করার আগে বিএম শিক্ষাক্রমে সহকারী অধ্যাপক পদে এমপিওভুক্তির সুযোগ নেই।

কিন্তু ২০১০ সালের আগে পদের প্রাপ্যতা হওয়ার আগেই সহকারী অধ্যাপক পদে এ ১২ শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তাদের শোকজ করা হয়েছে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র।

১২ শিক্ষককে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘পদের প্রাপ্যতা না থাকা সত্ত্বেও ২০১০ সালের জনবল কাঠামো জারির পূর্বে বিধি বহির্ভূতভাবে সহকারী অধ্যাপক পদে এমপিওভুক্ত হয়ে বেতনভাতা গ্রহণ করায় কেন তাদের এমপিও বাতিল করা হবে না’। যথাযথ প্রমাণসহ তার ব্যাখ্যা ১০ কর্মদিবসের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

নোটিশ প্রাপ্তরা হলেন- কুড়িগ্রাম জেলার মজিদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হামিদুর রহমান, ঢাকার মোহাম্মদপুরের আলহেরা টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজের সহকারী অধ্যাপক রোজিনা পারভীন, রাজবাড়ীর ড. কাজী মোতাহার হোসেন কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ আওয়ালুজ্জামান, ঢাকা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলেজের সহকারী অধ্যাপক এ বি এম এনামুর রশিদ, কক্সবাজারের শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম, কক্সবাজারের আলমগির ফরিদ বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সহকারী অধ্যাপক প্রদীপকুমার রুদ্র, নেত্রকোনার কন্দেুয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল হক, সাতক্ষীরার শেখ আমানুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক এ এইচ এম কামরুজ্জামান, টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কলেজের সহকারী অধ্যাপক খান মো. মামুন শাহ, পাবনার দি ইসামতি এস এস কমার্শিয়াল কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, পাবনা ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম এবং বরিশালের শহীদ এ আর সেরনিবত ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিমল চন্দ্র কর।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৯/হাসান/ইভা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়