ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এসএসসির গণিত পরীক্ষায় বহিষ্কার ৮২

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসএসসির গণিত পরীক্ষায় বহিষ্কার ৮২

নিজস্ব প্রতিবেদক : এসএসসির গণিত পরীক্ষায় সারা দেশে ৮২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন ৬ হাজার ৭৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, শনিবার ৮ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির গণিত পরীক্ষা হয়। ঢাকা শিক্ষা বোর্ডে ২৯ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ৬ জন, বরিশালে ২১ জন, সিলেটে ১ জন, দিনাজপুরে ৪ জন, কুমিল্লায় ১৫ জন এবং যশোর বোর্ডে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ১৮৪ জন, চট্টগ্রামে ৬৭২ জন, রাজশাহীতে ৮২৭ জন, বরিশালে ৬৩৯ জন, সিলেটে ৪৩৮ জন, দিনাজপুরে ৬৫৫ জন, কুমিল্লায় ৫৮২ জন এবং যশোর বোর্ডে ৭৫৭ পরীক্ষার্থীসহ মোট ৬ হাজার ৭৫৪ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়