ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৪০ হাজার শূন্যপদে সুপারিশপ্রাপ্তদের জন্য নির্দেশনা

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪০ হাজার শূন্যপদে সুপারিশপ্রাপ্তদের জন্য নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার শূন্যপদে সুপারিশপ্রাপ্তদের পরবর্তী করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রোববার এনটিআরসিএ’র উপপরিচালকের (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) সাক্ষরে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানগণ Institute's Section-এর Appointment Status ও Joinin Status এ গিয়ে User ID এবং Password দ্বারা লগইন করে তার প্রতিষ্ঠানে সুপারিশকৃত শিক্ষকের নিয়োগপত্র করফার্ম ও ইস্যু করেছেন কি না এবং সুপারিশপ্রাপ্ত শিক্ষক যোগদান করেছেন কি না (হ্যাঁ/না) এ সব তথ্য প্রদান করবেন।

প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১০ ফেব্রুয়ারি ৩৭.০২.০০০০.১০৫.৯৯.০১০.২০১৮-৪৩৮ সংখ্যক স্মারকের জরুরি বিজ্ঞপ্তি পড়ে, সেখানে বর্ণিত দিক নির্দেশনা অনুযায়ী নিয়োগ কার্যক্রমে সহযোগিতা করতে বলা হয়েছে।

এ ছাড়া সুপারিশপ্রাপ্ত শিক্ষক তার Appointment ‍and Joining এ গিয়ে Application ID এবং Mobile No দিয়ে লগইন করে তার নিয়োগপত্র (Appointment Letter) পেয়েছেন কি না এবং তিনি যোগদান করেছেন কি না (হ্যাঁ/না) এ সব তথ্য প্রদান করতে বলা হয়েছে।

এ সব তথ্য আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই প্রদান করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়