ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অনশনকারীরা অসুস্থ, ফিরে আসবে আশা প্রক্টরের

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনশনকারীরা অসুস্থ, ফিরে আসবে আশা প্রক্টরের

নিজস্ব প্রতিবেদক : টানা তিন দিনের আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পুনর্নির্বাচন দাবিতে অনশনকারী শিক্ষার্থীরা।

পুনরায় নির্বাচন না দেওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেছেন, রোকেয়া হল প্রভোস্ট আর আমি গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব। আশা করছি শিক্ষার্থীরাও ইতিবাচক সাড়া দেবে।

গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন ছয় শিক্ষার্থী। বুধবার আলাদাভাবে রোকেয়া হলের আমরণ অনশনে বসেন হলের আরো পাঁচ শিক্ষার্থী। এর মধ্যে রাজু ভাস্কর্যে বসা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। মূলত গরমের তীব্রতার কারণে তাদের সমস্যা বেশি হচ্ছে বলে জানান তারা। একজনের শরীরের অবস্থা খারাপের দিকে যাওয়ায় ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। পরে হলে নিয়ে আসা হয় তাকে।




রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়