ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছুটির দিনে চট্টগ্রামে আবাসন মেলায় ক্রেতা-দর্শকের ভিড়

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছুটির দিনে চট্টগ্রামে আবাসন মেলায় ক্রেতা-দর্শকের ভিড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে রিহ্যাব আয়োজিত আবাসন মেলা শুক্রবার ছুটির দিনে ক্রেতা-দর্শকের ভিড়ে জমে উঠেছে।

বৃহস্পতিবার মেলার উদ্বোধন হওয়ার পর দ্বিতীয় দিন ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এবার ৫০০ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে মেলার আয়োজন করেছে রিহ্যাব।

মেলায় অংশগ্রহণকারী চট্টগ্রামের নামি আবাসন কোম্পানি এপিক প্রপার্টিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) প্রকৌশলী মাসুদুল হাসান রাইজিংবিডিকে জানান, এবারের মেলায় তারা ব্যাপক সাড়া পাচ্ছে। মেলায় ঢাকা ও চট্টগ্রামের ২২টি লোকেশনে অত্যাধুনিক এপার্টমেন্ট প্রকল্পে চার শতাধিক ফ্ল্যাট নিয়ে এসেছে এপিক। ছুটির দিনে আগ্রহী ফ্ল্যাট ক্রেতারা এপিকের স্টলে ভিড় করছেন এবং নিজেদের পছন্দের ফ্ল্যাট খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। এবারের মেলায় বেশ কিছু ফ্ল্যাট বিক্রি করতে সক্ষম হবেন বলে আশা করেন প্রকৌশলী মাসুদ।

মেলায় অংশ নেয়া এএনজেড প্রপার্টিজের প্রধান পরিচালন কর্মকর্তা মাহমুদুল হক জানান, চট্টগ্রাম মহানগরীর প্রায় সব প্রাইম লোকেশনে একাধিক বিলাসবহুল এপার্টমেন্ট প্রকল্প রয়েছে এএনজেড প্রপার্টিজের। সবগুলো প্রকল্পে ক্রেতারা আগ্রহ দেখাচ্ছে। মেলার দ্বিতীয় দিনে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। মাহমুদুল হক জানান, মেলায় একাধিক ফ্ল্যাট বিক্রির বুকিং তারা পাবেন বলে আশা করছেন।

মেলার অন্যতম কো-স্পন্সর আবাসন কোম্পানি র‌্যাংকস এফসি প্রপার্টিজের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মীর মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, ভার্টিক্যাল গ্রীন কনসেপ্টে বিলাসবহুল এপার্টমেন্ট নির্মাণ করছে র‌্যাংকস এফসি। পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা করে সবুজায়িত ফ্ল্যাট নির্মাণের নতুন ধারণা ফ্ল্যাট ক্রেতাদের ব্যাপকভাবে আকৃষ্ট করছে। মেলায় তারা ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান মীর মোয়াজ্জেম।

আবাসন মেলার আয়োজক রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম জানান, চট্টগ্রামে ১২তম রিহ্যাব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৭০টি স্টল রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের স্বনামধন্য সব আবাসন কোম্পানি, বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি, ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। মেলার দ্বিতীয় দিন ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় ছিল।

আগামী ১৭ মার্চ পর্যন্ত আবাসন মেলা চলবে বলে জানান আবদুল কৈয়ুম।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৫ মার্চ ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়