ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কেন চুপিসারে মুক্তি পাচ্ছে সিনেমা?

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ২২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেন চুপিসারে মুক্তি পাচ্ছে সিনেমা?

বিনোদন প্রতিবেদক : দর্শকদের দেখানোর জন্য নির্মাণ করা হয়ে থাকে সিনেমা। এজন্য মুক্তির আগে বিভিন্নভাবে প্রচার করে বিষয়টি দর্শকদের জানানো হয়। এক সময়, মুক্তির আগে সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত থাকতে দেখা যেত কলাকুশলীদের। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের দৌড়ঝাঁপ, জনসম্মুখে পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণসহ বিভিন্নভাবে প্রচার চালানো হতো। কিন্তু ইদানীং ঢাকাই চলচ্চিত্রের মুক্তির খবর চলচ্চিত্রাঙ্গনের লোকজনই জানেন না কবে কোন সিনেমা মুক্তি পাচ্ছে। এভাবে চুপিসারে সিনেমা মুক্তি দিলে দর্শক প্রেক্ষাগৃহে যাবেন কী করে? এমন প্রশ্ন তুলেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

অতীতে যেসব সিনেমা প্রচার ছাড়াই মুক্তি পেয়েছে তাদের অধিকাংশই ‘বস্তাপচা’ সিনেমা ছিল। ‘অতীতের পথ’ ধরে প্রচার ছাড়াই আজ শুক্রবার মুক্তি পেয়েছে দুটি সিনেমা। বলা যায়, অনেকটা গোপনেই মুক্তি পেয়েছে ‘লিডার’ ও ‘কারণ তোমায় ভালোবাসি’ সিনেমাটি।

সিনেমা মুক্তি নিয়ে কেন প্রচার করছেন না নির্মাতা? বিষয়টি জানতে চাইলে ‘লিডার’ সিনেমার পরিচালক দিলশাদুল হক শিমুল রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটির শুটিং থেকেই বিভন্ন রকম সমস্যায় পড়তে হয়েছে। অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছি। আর সিনেমাটি এর আগে কয়েকবার মুক্তির তারিখ ঠিক করেও সিনেমার রাজনীতির কারণে মুক্তি দিতে পারিনি। যে কারণে‌ এবার প্রচার ছাড়াই মুক্তি দিয়েছি। এখন সিনেমাটি নিয়ে প্রচার করার পরিকল্পনা রয়েছে। আশা করছি, ভালো কাজ হলে প্রচার অটো হয়ে যাবে।’

প্রচারের ক্ষেত্রে শিল্পীদের অসহযোগিতার কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘শুটিং থেকেই শিল্পীদের কাছ থেকে সহযোগিতার পাশাপাশি অসহযোগিতাও পেয়েছি। শুটিংয়ের কল দিয়েও সঠিক সময় শিল্পীদের পাইনি।’

গত কয়েক বছরে দেখা গেছে, যেসব সিনেমাগুলো প্রেক্ষাগৃহে প্রদর্শনের অযোগ্য সেসব সিনেমাই মুক্তির সময় কোনরকম প্রচার-প্রচারণা করে না। বলা চলে, গোপনেই সিনেমা মুক্তি দেয়া হয়ে থাকে। সেক্ষেত্রে শিল্পীদের কোনো দায়বদ্ধতা থাকে না। এটাকে আপনি কীভাবে দেখছেন? উত্তরে এ পরিচালক বলেন, ‘আমার সিনেমা সেরকম নয়। এটা নিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। আমরা চাচ্ছি, মুক্তির পর সিনেমার প্রচারে নামব।’ 

এর আগে ‘লিডার’ সিনেমা মাত্র দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এর পর মুক্তির তারিখ পরির্বতন করা হয়। আজ দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। বিভিন্ন অভিযোগ এনে সিনেমাটি থেকে অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছেন এর অভিনয়শিল্পী মৌসুমী, ওমর সানি। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘লিডার’ সিনেমায় আরো অভিনয় করেছেন ফেরদৌস, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ। আজকে সিনেমাটির সেল রিপোর্ট ভালো বলেও জানিয়েছেন এর পরিচালক।

মডেল-অভিনেত্রী বিথী রানী অভিনীত ‘কারণ তোমায় ভালোবাসি’ সিনেমাটিও আজ মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে আছেন সাব্বির আহমেদ। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনাও করেছেন গোলাম মোস্তফা শিমুল। সিনেমার পাঁচটি গানও লিখেছেন তিনি। চলচ্চিত্রটিতে বিথী-সাব্বির ছাড়াও আছেন একঝাঁক নতুন মুখ। তারা হলেন-শুভ, তাম্মি, নাফিজা চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, সামির আরজু প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়