ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রী ভুল করেননি, প্রমাণ করেছি’

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রী ভুল করেননি, প্রমাণ করেছি’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর বিদায়ী চেয়ারম্যান আবদুস ছালাম বলেছেন, প্রধানমন্ত্রী তাকে সিডিএ’র চেয়ারম্যান নিয়োগ দিয়ে যে ভুল করেননি, তিনি তা কাজের মাধ্যমে প্রমাণ করেছেন।

আবদুস ছালাম বলেন, ‘‘২০০৯ সালে প্রথম দুই বছরের জন্য সিডিএ’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়ে আমি যে চট্টগ্রামের উন্নয়নে এত কিছু করতে পারব, তা চিন্তাও করিনি। কিন্তু শেখ হাসিনার আন্তরিকতা, সহযোগিতা এবং চট্টগ্রামের প্রতি তার ভালোবাসার কারণে গত ১০ বছরে আমি চট্টগ্রামকে আমূল বদলে দিতে সক্ষম হয়েছি।’’

শনিবার নগরীর ওয়েলপার্ক হোটেলের কনফারেন্স হলে সিডিএ’র চেয়ারম্যান পদ থেকে বিদায় নেয়ার মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে বিদায়ী মতবিনিময় সভায় আবদুস ছালাম এ সব কথা বলেন।

গত ১০ বছরে সিডিএ চেয়ারম্যান হিসেবে ব্যর্থতা ছিল কি-না রাইজিংবিডি’র পক্ষ থেকে জানতে চাওয়া হলে আবদুস ছালাম বলেন, ‘‘আমার ব্যর্থতা ছিল, আমি তা বলব না। আমি ব্যর্থতায় বিশ্বাস করি না। গত ১০ বছরে চট্টগ্রামে আমি যত উন্নয়ন কাজ করেছি, এতটা করতে পারব তা আমি কখনো চিন্তাও করিনি।’’

আবদুস ছালাম বলেন, ‘‘সবাই সবকিছু শতভাগ শেষ করে যেতে পারে না। আমি হাজার হাজার কোটি টাকার বড় বড় প্রকল্প শতভাগ বাস্তবায়ন করেছি। অনেক প্রকল্পের কাজ শুরু করেছি। নতুন সিডিএ চেয়ারম্যান এসব প্রকল্প এগিয়ে নিয়ে যাবেন।’’

নতুন সিডিএ চেয়ারম্যানকে জনগণের আস্থা অর্জনের পরামর্শ দিয়ে আবদুস ছালাম বলেন, ‘‘জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হলে কাজে বাধা আসবে না। জনগণ স্বপ্রণোদিত হয়ে উন্নয়নে সহযোগিতা করবে।’’

১০ বছরে চট্টগ্রামে পাঁচটি নতুন সড়ক নেটওয়ার্ক সৃষ্টি করাসহ নগরীর ৩২টি সড়ক প্রকল্প বাস্তবায়ন হয়েছে বলে জানান তিনি। এ সব প্রকল্প বাস্তবায়নের ফলে চট্টগ্রাম মহানগরী অবকাঠামোগত উন্নয়ন, বন্দরের সুবিধা বৃদ্ধি, নগরীর যানজট নিরসন, নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নের পথ সুগম হয়েছে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গত ৯ বছরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

বিদায়ী মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান বিগত দিনে ভুল হয়ে থাকলে তার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমতা প্রার্থনা করেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ’র বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ, এ বি এম শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, এম আর আজিম এবং রুমানা নাসরিন।

আগামী ২২ এপ্রিল সিডিএ চেয়ারম্যান হিসেবে আবদুস ছালামের মেয়াদ শেষ হচ্ছে। ছয় বার মেয়াদ বৃদ্ধির মাধ্যমে তিনি গত ১০ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে নতুন সিডিএ চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় আওয়ামীলীগ নেতা, সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম দোভাষ (ডলফিন)।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ এপ্রিল ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়