ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে’

সংসদ প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করার দাবি দীর্ঘদিনের। সেই দাবি বাস্তবে রূপ দিতে যাচ্ছে সরকার। এবার সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।

মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এমপিওভুক্তির সুযোগ অবশ্যই হবে। তবে এখনো যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেনি, সেসব প্রতিষ্ঠানগুলো পরবর্তীকালে যোগ্যতা অর্জনপূর্বক এমপিওভুক্ত করা হবে। তবে সেটা অবশ্যই ১০ বছর অপেক্ষা করতে হবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এখনো যোগ্যতা অর্জন করতে পারেনি, এমপিরা সহযোগিতা করলে প্রত্যেকে যার যার নিজের এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে যোগ্যতা অর্জন করতে প্রয়োজনীয় সহযোগিতা করলে এবার না হলে আগামীবার অবশ্যই হবে। এবার নিশ্চয়ই ১০ বছর অপেক্ষা করতে হবে না।’

জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া নিয়ে বিতর্কের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা-অযোগ্যতা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে। আরো আলোচনা হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব। আর এমপিদের শিক্ষাগত যোগ্যতা থাকা না থাকার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা থাকা না থাকা এক কথা নয়। বিষয়টি এক পাল্লায় মাপা যাবে না।’



রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৯/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়