ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মানবসেবায় সৌদি যুবরাজ ৩২০০ কোটি ডলার দিচ্ছেন

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানবসেবায় সৌদি যুবরাজ ৩২০০ কোটি ডলার দিচ্ছেন

যুবরাজ আলওয়ালিদ

আন্তর্জাতিক ডেস্ক : মানবসেবায় সৌদি যুবরাজ আলওয়ালিদ বিন তালাল ৩ হাজার ২০০ কোটি ডলার দিচ্ছেন। ফোর্বস ম্যাগাজিনের ধনী ব্যক্তিদের তালিকায় ৬০ বছর বয়সি আলওয়ালিদ ৩৪ নম্বরে রয়েছেন।

যুবরাজ আলওয়ালিদ জানিয়েছেন, তার সম্পূর্ণ অর্থ তিনি সেবামূলক কাজে উৎসর্গ করবেন। বিল গেটস ও মালিন্ডা গেটসের প্রতিষ্ঠিত গেটস ফাউন্ডেশন দেখে তিনি অনুপ্রাণিত হয়ে মানবসেবায় নিজের পুরো অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় ত্রাণ সরবরাহ, নারীর ক্ষমতায়ন ও সাংস্কৃতিক বৈষম্য নিরসনসহ মানবহিতৈষী কর্মকাণ্ডে তার অর্থ ব্যয় করা হবে।

গেট ফাউন্ডেশন যুবরাজের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, ‘আমরা যারা বিশ্বে মানবসেবায় কাজ করছি, তাদের জন্য আরো অনুপ্রেরণা জোগাবে এটি।’

যুবরাজের প্রতিষ্ঠিত ‘আলওয়ালিদ ফিল্যানথ্রপিজ’ সংস্থায় দেওয়া হবে সব অর্থ। ইতিমধ্যে এই সংস্থায় ৩২০ কোটি ডলার দিয়েছেন তিনি।

ব্যক্তিজীবনে রাজকীয় কোনো পদ গ্রহণ করেননি যুবরাজ আলওয়ালিদ। কিন্তু নিজ উদ্যোগে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। সৌদি আবর ভিত্তিক বেশ কয়েকটি বড় বড় কোম্পানি রয়েছে তার মালিকানায়।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

 

 


রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়