ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘কুনিও হত্যার তদন্ত সঠিকভাবেই চলছে’

বাদল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১০ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কুনিও হত্যার তদন্ত সঠিকভাবেই চলছে’

নিজস্ব প্রতিবেদক, রংপুর : জাপানের নাগরিক হোসি কুনিও হত্যা মামলার তদন্ত সঠিকভাবেই চলছে বলে দাবি করেছেন তদন্ত কমিটির প্রধান রংপুর  রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির।

 

শনিবার বেলা দুইটার দিকে রংপুর ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ এর কমান্ডার মেজর আশরাফ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, সিআইডির এএসপি মমতাজুল ইসলাম ও পিবিআইএনর সহকারী পুলিশ সুপার আব্দুস সালাম। বৈঠকে তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা  হয় বলে জানান ডিআইজি।

 

অন্যদিকে বৃহস্পতিবার রাতে রাজশাহীতে আটক হওয়া ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তা শাহরিয়ার ও নাহিদকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।

 

এ ছাড়া এ ঘটনায় ১০ দিনের রিমান্ডে থাকা বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লবকে চার দিনের মাথায় শুক্রবার রাতে রিমান্ড বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর রংপুরের আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানের নাগরিক হোসি কুনিও।

 

 

রাইজিংবিডি/রংপুর/১০ অক্টোবর ২০১৫/বাদল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়