ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইবির আইন অনুষদের ১২তম ডিনের দায়িত্ব গ্রহণ

হুমায়ুন কবীর জীবন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ১৮ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইবির আইন অনুষদের ১২তম ডিনের দায়িত্ব গ্রহণ

ড. নুরুন নাহার

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও শরিয়াহ অনুষদের শিক্ষক প্রফেসর ড. নুরুন নাহার নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার বেলা ১১টায় আইন অনুষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর করা হয়।

 

জানা গেছে, গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ইবির ইতিহাসে সর্বপ্রথম নারী ডিন হিসেবে প্রফেসর ড. নুরুন নাহারকে আইন ও শরিয়াহ অনুষদের ১২তম ডিন হিসেবে নিয়োগ প্রদান করেন।

 

অনুষ্ঠানে আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. আব্দুল করিম খান, সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. জহুরুল ইসলাম, প্রাক্তন ডিন প্রফেসর ড. আক্রাম হোসাইন মজুমদার, বিভাগীয় সভাপতি প্রফেসর ড. শাহজাহান মন্ডল।

 

এসময় নতুন ডিন প্রফেসর ড. নুরুন নাহার বলেন, নারী হিসেবে সর্বপ্রথম আমাকে ডিন হিসেবে নিয়োগ দেওয়ায় আমি গর্ববোধ করছি। অনুষদীয় সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পেলে একাডেমিক উন্নয়ন, সেশনজট নিরসন ও অবকাঠামো উন্নয়ন করতে পারবো।

 

এসময় আরো উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন, প্রাক্তন সভাপতি প্রফেসর ড. নজীবুল হক, সাধারণ সম্পাদক প্রফেসর ড. ওলি উল্ল্যাহ, যুগ্ম সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান, আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. রেবা মন্ডল, ড. হালিমা খাতুন, আনিচুর রহমান, আল ফিকহ বিভাগের আলতাফ হোসেন, নাসির উদ্দিন প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ইবি/১৮ জানুয়ারি ২০১৬/হুমায়ুন কবীর জীবন/দিলারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়