ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ৪ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ জাহেদ মনসুর এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওই স্বামীর নাম মো. কফিল উদ্দিন (৩৬)। তিনি কালিয়াকৈর উপজেলার খলিশাজানি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি রাতে কফিল উদ্দিন ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে খলিশাজানি গ্রামের নিজবাড়িতে শ্বাসরোধ করে তার স্ত্রী মঞ্জিলা আক্তারকে (২৮) হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই ঢাকার ধামরাইয়ের ফুটবাড়িনগর এলাকার মেঘু মিয়া বাদী হয়ে কফিল উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন। পরে কফিল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই বাছেদ মোল্লা তদন্ত শেষে কফিল উদ্দিনকে অভিযুক্ত করে ওই বছরের ১২ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

পরে ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে সোমবার দুপরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ জাহেদ মনসুর স্ত্রী হত্যায় দোষী সাব্যস্ত হওয়ায় কফিল উদ্দিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর এবং ২০ হাজার টাকা অর্থদ-ের নির্দেশ দেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন ফজলুল কাদের এবং আসামিপক্ষে ছিলেন আব্দুল খালেক।

 

 

 


রাইজিংবিডি/গাজীপুর/৪ এপ্রির ২০১৬/হাসমত আলী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়