ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রক্তাক্ত নেইমারের পরিপক্বতা দরকার

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৯, ৮ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রক্তাক্ত নেইমারের পরিপক্বতা দরকার

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে এক গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারের ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৫-০ গোলের বড় জয়ে সতীর্থদের আরও দুই গোলে সহায়তা করায় ম্যাচ শেষে পেয়েছেন কোচের প্রশংসা।

 

তবে বলিভিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না নেইমার। প্রতিপক্ষ দলের খেলোয়াড় ইয়াসমানি ডুকের সঙ্গে বল দখলের লড়াইয়ে ব্রুতে আঘাত পান তিনি।পরে রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিল সেনসেশনকে। আর মাঠে এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করতে নেইমারের আরও পরিপক্ব হওয়া উচিত বলে মনে করছেন ব্রাজিল কোচ টিটে।

 

নেইমারের হলুদ কার্ড নিয়ে ম্যাচ শেষে টিটে বলেন, ‘রেফারির সিদ্ধান্তে কিছু সমস্যা ছিল। এছাড়া নেইমার এবং আমাদের এ ধরনের পরিস্থিতি বুঝার জন্য আরও পরিপক্বতা দরকার। রেফারির কার্ড নিয়ে এ ধরনের ঘটনা আগেও ঘটেছিল। খেলোয়াড়দের অতিরিক্ত কার্ডের ফলে স্কোয়াড সাজাতে সমস্যা হয়। আপনি হয়তো বলতে পারেন, ফাউল খেলারই একটি অংশ এবং এটি রেফারির সমস্যা। তবে একজন কোচ হিসেবে খেলোয়াড়দের সতর্ক করা আমার দায়িত্ব।’

 

পরের ম্যাচে নেইমারের অনপুস্থিতি নিয়ে টিটে বলেন, ‘নেইমারকে ছাড়াও দল শক্তিশালী হবে। নেইমারের উপর সব কিছুর জন্য নির্ভর করা অমানবিক।’
 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৬/শামীম/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়