ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাময়িক সমঝোতায় ‘ব্র্যাঞ্জেলিনা’

মারুফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ২২ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাময়িক সমঝোতায় ‘ব্র্যাঞ্জেলিনা’

বিনোদন ডেস্ক : সন্তানের দেখভালের বিষয়ে সাময়িক সমঝোতায় এসেছেন হলিউডের আলোচিত জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি।

গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের ‘কাউন্টি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসে’ এ সমঝোতায় পৌঁছান তারা। সমঝোতা অনুযায়ী তিন সপ্তাহের জন্য সন্তানরা থাকবেন অ্যাঞ্জেলিনা জোলির দায়িত্বে। এ সময় সন্তানদের দেখতে আসতে পারবেন ব্র্যাড পিট। জোলির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ডেইলিমেইল ডটকম।

সূত্রটি জানায়, এটি একটি সাময়িক সমঝোতা এবং এর মেয়াদ আগামী ২০ অক্টোবর পর্যন্ত। সিদ্ধান্তটি সেচ্ছায় নেওয়া হয়েছে। ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনাকে কাউন্সিলিংয়ের ব্যাপারে কোনো জোর করা হয়নি। পরিবারের স্বার্থে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।  

তবে টিএমজি’র প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডিপার্টমেন্ট অব টিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিস’ (ডিসিএফএস) সন্তানদের বিষয়ে এ দম্পতিকে সিদ্ধান্ত নিতে বলেন। আর তারা যদি এতে ব্যর্থ হন তাহলে সেটি আদালতে মীমাংসা করা হবে। সে কারণেই দ্রুত সিদ্ধান্তে এসেছেন ‘ব্র্যাঞ্জেলিনা’।

দীর্ঘ ১২ বছর একসঙ্গে ছিলেন ব্র্যাড-জোলি। সবার কাছে তারা ‘ব্র্যাঞ্জেলিনা’ নামেই পরিচিত। কিছুদিন আগে ব্র্যাডের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন জোলি।

‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির ছয় সন্তান- ম্যাডক্স (১৫), প্যাক্স (১২), জাহারা (১১), শিলোহ (১০), নক্স (৮), ভিভিয়েন (৮)। এরমধ্যে প্রথম তিন সন্তানকে দত্তক নিয়েছিলেন এ জুটি। সন্তানদের দেখভালের দায়িত্ব চেয়ে আদালতে আবেদন করেছেন জোলি।

২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং সেটে বন্ধুত্ব হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তখন জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন পিট। ২০০৫ সালে পিট-অ্যানিস্টনের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে পিট-জোলির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ দশ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে আগস্টে বিয়ে করেন পিট-জোলি।


রাইজিংবিডি/ঢাকা/১ অক্টোবর ২০১৬/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়