ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিচারপতি ড. রাধাবিনোদ পালের মৃত্যুবার্ষিকী পালিত

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচারপতি ড. রাধাবিনোদ পালের মৃত্যুবার্ষিকী পালিত

অনুষ্ঠানে অতিথিরা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্যাতিমান বিচারপতি ড. রাধাবিনোদ পালের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে বিচারপতি ড. রাধাবিনোদ পাল মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে মেধাবী ছাত্রছাত্রী ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে অনুদান প্রদান করা হয়েছে।

সংস্থার সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক  আহম্মদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুর্বণা রানী সাহা, থানা অফিসার ইনচার্জ (ওসি)কাজী জালাল উদ্দীন আহম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ চন্দন আহসান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সহসাধারণ সম্পাদক আলহাজ মহাম্মদ আলী জোয়ার্দ্দার।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১০ জানুয়ারি ২০১৭/কাঞ্চন কুমার/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়