ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আসছে ‘খুলনাটিভিডটকম’

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসছে ‘খুলনাটিভিডটকম’

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা জেলা প্রশাসনের তত্বাবধায়নে চালু হতে যাচ্ছে ‘খুলনাটিভিডটকম’ (khulnatv.com) নামের একটি অনলাইন টেলিভিশন।

এ টেলিভিশনে জনগণ জানতে পারবে জেলা প্রশাসনের কোন দপ্তরে কী কী সেবা দেওয়া হয়। বিভিন্ন সরকারি ফরম কীভাবে পূরণ করতে হয়। কোন ফর্মে কোন কোন কাগজ লাগবে, কত টাকা ব্যয় হবে, কতদিন লাগবে ইত্যাদি।

বুধবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে ‘এসডিজি ও পরিবেশ সংরক্ষণ’ বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।

প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক এবং পুলিশ সুপার নিজামুল হক মোল্যা। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।

সেমিনারে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, খুলনার সরকারি-বেসরকারি দপ্তরগুলোর সেবার বিষয়ে সফটওয়ার সংগ্রহ করে খুলনা জেলা প্রশাসন একটি অনলাইন টেলিভিশন চালু করতে যাচ্ছে। khulnatv.com নামে এ টেলিভিশনে জনগণ জানতে পারবে দপ্তরিক বিভিন্ন তথ্য। এ সবের উদ্দেশ্য হলো জনগণ যাতে হয়রানির শিকার না হয়।



রাইজিংবিডি/খুলনা/১১ জানুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়