ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১০৩৮ মিনিট পর নেইমারের গোল!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৩, ১২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০৩৮ মিনিট পর নেইমারের গোল!

নেইমারের গোল উদযাপন

ক্রীড়া ডেস্ক : গোল করা যেন ভুলতেই বসেছিলেন নেইমার! ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেই ১৯ অক্টোবরের পর থেকে বার্সেলোনার জার্সিতে গোল পাচ্ছিলেন না। ১১ ম্যাচ আর ১০৩৮ মিনিট পর অবশেষে তিনি পেলেন গোলের দেখা।

বুধবার রাতে কোপা ডেল রের শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের পাশাপাশি নেইমারও করেন একটি গোল। আর এই গোলেই দীর্ঘ গোল-খরা কাটান বার্সা ফরোয়ার্ড।

বার্সেলোনার জার্সিতে নেইমার সর্বশেষ গোল করেছিলেন গত বছরের ১৯ অক্টোবর। ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলের জয়ে একটি গোল ছিল তার। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে গোলের দেখা পাননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একটি গোলের জন্য যেন হাহাকার করছিলেন। তার গোলের সেই হাহাকার ঘুচল ন্যু ক্যাম্পেই।

ঘরের মাঠে ম্যাচের ৪৮ মিনিটে পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। আর পেনাল্টি থেকেই বল জালে জড়িয়ে ১০৩৮ মিনিটের গোলখরা কাটান নেইমার। এদিন বার্সার জার্সিতে গোলের সেঞ্চুরি করেছেন সুয়ারেজ। আর ‘এমএসএন’ ত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজের হয়েছে গোলের ট্রিপল সেঞ্চুরি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়