ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মোয়াজ্জেম হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ২১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি : জেলার পাটগ্রাম উপজেলার খেংটি (মাস্টারপাড়া) সীমান্তে নুরুজ্জামান (২২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গরু পারাপারকারী এই রাখালকে ধরে  নিয়ে যায় বিএসএফ।

নুরুজ্জামান পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্র জানায়,  ভোরে গরু আনতে ৮৪৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রমের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করে নুরুজ্জামান।

এ সময় ওঁৎ পেতে থাকা ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।

এই ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়। পরে ‍বিজিবি ও বিএসএফ বৈঠকে বসে।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার ফোরকানুল হক ও ভারতীয় কুচবিহার-৬১বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার সেতারাম সিংহ পতাকা বৈঠকে করছেন। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।’  

 

 

রাইজিংবিডি/লালমনিরহাট/২১ মার্চ ২০১৭/মোয়াজ্জেম হোসেন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়