ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শাহরুখের প্রশংসায় আনুশকা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহরুখের প্রশংসায় আনুশকা

আনুশকা শর্মা ও শাহরুখ খান

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। অভিনয় করেছেন শাহরুখ, সালমান ও আমির খানের মতো প্রথম সারির বলিউড অভিনেতাদের সঙ্গে। এ অভিনেত্রী জানান, শাহরুখ ও সালমান যেভাবে তাদের তারকাখ্যাতি সামলিয়ে চলেন তা দেখে অবাক হন তিনি।

শাহরুখের বিপরীতে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত রব নে বানাদি জোড়ি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আনুশকার। ২০১৪ সালে আমিরের বিপরীতে পিকে এবং সালমান খানের বিপরীতে গত বছর সুলতান সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২৮ বছর বয়সি এ অভিনেত্রী জানান, এখনো তারকাখ্যাতি অর্জন করতে পারেননি, কিন্তু যা আছে এতেই ভয় পান তিনি।

এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘মাঝে মাঝে আমি তারকাখ্যাতি নিয়ে ভাবি এবং ভয় পেয়ে যাই। আমি শাহরুখ, সালমান ও আমিরের মতো তারকাখ্যাতি পাইনি। কিন্তু তারপরও আমার যতটুকু খ্যাতি আছে তাতেই আমি তাদেরটা আন্দাজ করতে পারি। আমি কখনই তা সামলাতে পারব না। শাহরুখ, সালমান যেভাবে তারকাখ্যাতি সামলান এটা তাদের প্রতিভা।’

বর্তমানে শাহরুখ খানের বিপরীতে ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমার শুটিং করছেন আনুশকা। এ অভিনেতার প্রশংসা করে তিনি বলেন, ‘সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে কাজ করেছি। জীবনের এতটা পথ পাড়ি দিয়েও এখনো কাজের প্রতি তার আগ্রহ, উদ্যম, পরিচালকদের প্রতি শ্রদ্ধা সহজ কথা নয়।’

বক্স অফিসে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন আনুশকা। কিন্তু তার এ সাফল্যকে গুরুত্ব দিতে চান না তিনি। ‘মনে করি একবার তারকাখ্যাতি বুঝতে পারলে এটি আমার জন্য কঠিন হয়ে যাবে। আমি সাধারণ মানুষ, বিশেষ কেউ তা কখনই ভাবিনি এবং মনে করি সবাই তাদের নিজ নিজ কাজ করছেন।’

তিনি আরো বলেন, ‘আমি যদি একবার মনে করি, আমি একজন অভিনয়শিল্পী, এটা আমার সৃজনশীলতাতে প্রভাব ফেলবে। তারকাখ্যাতি আপনাকে নিজের সম্পর্কে মিথ্যা ধারণা দেয়। এ সবকিছুই সাময়িক, এক সময় চলে যাবে।’

গত ২৪ মার্চ মুক্তি পেয়েছে আনুশকা অভিনীত সিনেমা ফিল্লাউরিসিনেমাটি প্রযোজনা করেছেন আনুশকা শর্মা ও কার্নেশ শর্মা। সিনেমাটি পরিচালনা করেছেন আনসাই লাল। আনুশকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন দিলজিৎ দুসাঞ্জ, সুরজ শর্মা ও মেহরীন পীরজাদা।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়