ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘দেড় বছরের মধ্যে সরকার গঠন করবে বিএনপি’

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ২১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেড় বছরের মধ্যে সরকার গঠন করবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিএনপি সরকার গঠন করবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি ক্ষমতার দিকে পা পা করে এগোচ্ছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে যে বাস্তবতা আছে, সেটি হচ্ছে বিএনপি ও ২০ দল সরকার গঠন করবে। আর বিরোধী আসনে বসতে হবে আওয়ামী লীগ ও ১৪ দলকে। এটাই বাস্তবতা।’

আওয়ামী লীগ যদি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন করার স্বপ্ন দেখে সেটাকে ভুলে যেতে বলে দুদু বলেন, ‘তাদের স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হতে পারে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতারা কথায় কথায় বলে থাকেন তারা দেশটাকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছেন। তাই যদি নিয়ে থাকে, তাহলে তাদের একটা নির্বাচনে আসার আহবান জানান দুদু।’

তিনি আরো বলেন, ‘বিএনপি নির্বাচনের দল। দলটি যতবার ক্ষমতায় গিয়েছে, কারো সঙ্গে কোনো ষড়যন্ত্র করা লাগেনি। প্রতিবারই বিপুল ভোটে জয়লাভ করেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রতিটি চুক্তি দেশের মানুষ গোলামী চুক্তি মনে করে মন্তব্য করে দুদু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আপনি কী চুক্তি করেছেন সংসদে অথবা জনসম্মুখে প্রকাশ করুন। তা না হলে সেটা জনগণের মনে সন্দেহটা আরো দৃঢ়ভাবে গেঁথে যাবে।’

তিনি আরো বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি আগামী ২৭ তারিখ নাকি আবার ভারতের সেনাবাহিনীর প্রধান বাংলাদেশে আসবেন। তিনি তো মাত্রই বাংলাদেশ সফর করে গেলেন। তার ঘন ঘন এই যাওয়া আসায় আমরা শঙ্কিত হচ্ছি।’

আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৭/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়