ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুক্তির আগেই ‘বাহুবলি-টু’র যত রেকর্ড

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০১, ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তির আগেই ‘বাহুবলি-টু’র যত রেকর্ড

বাহুবলি-টু সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক : এসএস রাজামৌলি পরিচালিত সিনেমা বাহুবলি-টু বা বাহুবলি-দ্য কনক্লুশন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার সিক্যুয়েল এটি। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ২৮ এপ্রিল শুক্রবার, ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পাচ্ছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এ সিনেমাটি।

সিনেমাটিকে ঘিরে দর্শকের উন্মাদনার শেষ নেই। বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায়, কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিলেন তার উত্তর জানতে কৌতূহলী দর্শক। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনবেন তারা। এছাড়া দর্শকের চাপ দেখে অতিরিক্ত শো প্রদর্শনের ব্যবস্থা রাখবেন সিনেমা হল কর্তৃপক্ষ।

আরকা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায় অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, রামায়া কৃষ্ণা, নাসের, সত্যরাজ প্রমুখ। মুক্তির অগেই বেশ কয়েকটি রেকর্ড গড়েছে সিনেমাটি। চলুন জেনে নিই রেকর্ডগুলো।

১. প্রাথমিকভাবে ৬ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটির। তবে ট্রেড অ্যানালিস্টদের তথ্য মতে, ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। যা এখন পর্যন্ত ভারতীয় কোনো সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ।

২. দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে বাহুবলির-টু সিনেমার ট্রেইলার। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বেশিবার দেখা ও সবচেয়ে পছন্দের ট্রেইলার এটি।

৩. বিদেশে সিনেমাটির স্বত্ব বিক্রি হয়েছে ৩৭ কোটি রুপিতে। যা ভারতের যেকোনো দক্ষিণী সিনেমার সর্বোচ্চ।

৪. মুক্তির আগেই ৫০০ কোটি রুপি আয় করেছে বাহুবলি-দ্য কনক্লুশন

৫. মাত্র ২৪ ঘণ্টায় বাহুবলি-টু সিনেমাটির ১ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। বুকমাইশো-এর বিবৃতি অনুযায়ী, আমির খান অভিনীত দঙ্গল সিনেমার সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে বাহুবলি-টু



রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়