ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শিল্পী সমিতির বিরুদ্ধে জালিয়াতি, ফাঁসছেন রমিজ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিল্পী সমিতির বিরুদ্ধে জালিয়াতি, ফাঁসছেন রমিজ

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা রমিজ উদ্দিনের আবেদন অনুযায়ী আদালত ১১ মে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার অন্তবর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

মঙ্গলবার (২৩ মে) ঢাকার দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক কুদ্দুস জামান অন্তবর্তীকালীন এই অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেন।

এ সবই পুরোনো খবর নতুন খবর হলো- মামলার বাদী রমিজ উদ্দিনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাগজপত্র  ও স্বাক্ষর জাল করার অভিযোগে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষে গত ২০ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন নির্বাচন কমিশনার নাজমুল হুদা মিন্টু। মামলা নম্বার ২৫।

নির্বাচন কমিশনের রশিদ জাল ও কমিশনের অফিস সহকারী জাকির হোসেনের স্বাক্ষর জাল করে ১১ মে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নিম্ন আদালতে আবেদন করেন রমিজ উদ্দিন নামের এক প্রযোজক ও অভিনেতা। তিনি সদ্য শেষ হওয়া নির্বাচনে ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন।




রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়