ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এখনো দুঃসহ স্মৃতি তাড়া করে নিমতলীবাসীর

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এখনো দুঃসহ স্মৃতি তাড়া করে নিমতলীবাসীর

নিজস্ব প্রতিবেদক : ২০১০ সালের ৩ জুন। সাত বছর আগে এ দিন পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মারা যান ১২৪ জন। এখনও সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনরা।

‘নিমতলী ট্র্যাজেডি দিবসে’ নিহত ব্যাক্তিদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে শনিবার সকাল থেকে নিমতলীর রাসায়নিক দ্রব্যের গুদাম সরানোর দাবিতে পরিবেশবাদী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করছে।

নিমতলীর রহমত আলী সেদিনের ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘অগ্নিকাণ্ডে তিনি স্ত্রীকে হারিয়েছেন। ওই দিনের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে। যতদিন বেঁচে থাকব এটা ভোলার মতো নয়।’ তিনি ওখান থেকে রাসায়নিক গুদাম সরানোর পক্ষে মত দেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২৪ জন মারা যান। একটি ভবনেই বিয়ের অনুষ্ঠানের অতিথিসহ ৪১ জন মারা যান। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বিয়ের অনুষ্ঠানের রান্নার আগুন একটি ভবনের নিচতলার রাসায়নিক গুদামে লেগে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।




রাইজিংবিডি/ঢাকা/৩ জুন ২০১৭/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়