ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টস হেরে ব্যাট করছে ইংল্যান্ড

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টস হেরে ব্যাট করছে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস হেরে ব্যাট করছে ইংলিশরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করছে মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।

‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এখনো কোনো ম্যাচে জয় পায়নি। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অবশ্য দুই ম্যাচ খেলা অস্ট্রেলিয়ারও পয়েন্ট ২। শেষ আজকের ম্যাচে ইংল্যান্ড হেরে গেলেও তাদের শেষ চারে খেলার আশা টিকে থাকবে। কিন্তু আজ যদি জিতে যায় তাহলে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করতে তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে ক্রিস ওকসের পরিবর্তে খেলছেন আদিল রশিদ। ওকস ইনজুরিতে পড়েছেন। সেক্ষেত্রে আজ দুইজন স্পিনার নিয়ে খেলছেন মরগানরা। অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নেমেছে নিউজিল্যান্ড।

আজ নিউজিল্যান্ড জয় পেলে তাদের পয়েন্ট হবে ৩। শেষ ম্যাচে নিউজিল্যান্ড বাংলাদেশের কাছে হেরে গেলে টাইগারদের পয়েন্টও হবে ৩। আর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে অস্ট্রেলিয়ার পয়েন্টও হবে ৩। পরিস্থিতি এমন হলে অস্ট্রেলিয়া বাদ পড়বে।



রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়