ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাষ্ট্রে মুসলিম কিশোরীকে অপহরণের পর পিটিয়ে হত্যা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে মুসলিম কিশোরীকে অপহরণের পর পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে এক কিশোরীকে অপহরণের পর পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাতে পুলিশ ওই কিশোরীর মৃতদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে।

হত্যার শিকার ওই কিশোরীর নাম নাবারা হাসনেন (১৭)। তার বাড়ি রেসটনে। এ ঘটনায় ২২ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও অল ডুলস এরিয়া মুসলিম সোসাইটি (এডিএএমএস) জানিয়েছে, রোববার রাতে একটি রেস্তোরাঁয় সেহরি করে ফিরছিলেন নাবারাসহ ৪/৫জন কিশোরী। এসময় এক ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে তাদের পিছু ধাওয়া করে। অন্যরা দৌড়ে কাছের মসজিদের ভেতরে চলে যেতে সক্ষম হলেও পেছনে পড়ে যায় নাবারা। এ ঘটনার পর থেকেই নিখোঁজ হয়ে যায় নাবারা। এডিএএমএস, লৌডাউন ও ফেয়ারফ্যাক্স জেলা পুলিশ দ্রুত তার খোঁজ শুরু করে। পরের দিন বিকেল ৩টার দিকে স্টারলিংয়ের একটি পুকুর থেকে নাবারার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এক মোটর সাইকেল চালককে আটক করেছে পুলিশ।

নাবারার মা সাংবাদিকদের জানিয়েছেন, গোয়েন্দা কর্মকর্তারা তাকে বলেছেন, নাবারার দেহে লোহার ব্যাট দিয়ে পেটানোর চিহ্ন রয়েছে।

এডিএএমএস এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের সম্প্রদায়ের মধ্যে এই ঘটনায় আমরা হতভম্ব। ঐক্যবদ্ধ হয়ে প্রার্থনা করা এবং আমাদের সন্তানদের দেখেশুনে রাখার সময় এখন।’




রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়