ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যে কারণে ‘টিউবলাইট’ এড়িয়ে চলছেন ঝু ঝু

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১১, ২৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে কারণে ‘টিউবলাইট’ এড়িয়ে চলছেন ঝু ঝু

টিউবলাইট সিনেমার একটি দৃশ্যে সালমান খান ও ঝু ঝু

বিনোদন ডেস্ক : চীনা অভিনেত্রী ঝু ঝু সম্প্রতি সাংহাই ফ্লিম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন। কিন্তু এই অভিনেত্রী সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ সিনেমার সকল ধরনের প্রমোশন (মুক্তির আগে প্রচারণা এবং মুক্তির পরে সাফল্য উদযাপন) থেকে নিখোঁজ রয়েছেন, অথচ সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এমনকি তিনি সোশ্যাল মিডিয়াতেও তার অভিনীত বলিউড সিনেমা ‘টিউবলাইট’ নিয়ে কোনো প্রচারণা চালাচ্ছেন না। গুজব যদি বিশ্বাস করা হয় তাহলে, চীনা সরকার আশংকা করেছিল যে, ১৯৬২ সালে সংঘটিত চীন-ভারত যুদ্ধ পর্দায় তুলে আনার একটা উপায় কবির খান পরিচালিত এ সিনেমা, তাই অভিনেত্রীকে সিনেমাটি থেকে দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়েছিল।

একটি সূত্রের তথ্যানুসারে, ‘ঝু ঝুকে টিউবলাইট থেকে দূরে থাকতে বলা হয়েছিল। এমনকি সাংবাদিকরাও যোগাযোগের পর তাদের জানানো হয়, ঝু ঝু খুবই ব্যস্ত এবং সাক্ষাৎকারের জন্য তাকে পাওয়া যাবে না।’

যদিও এটাকে ঝু ঝুর অনুপস্থিতির কারণ হিসেবে ব্যাখা করা হচ্ছে, তবে এই গুজবকে ভিত্তিহীন বলে দাবি করেছে টিউবলাইট প্রযোজনা প্রতিষ্ঠান ‘সালমান খান ফ্লিমস’ সংশ্লিষ্ট একটি সূত্র। তার মতে, ‘চীনের বড় একটি ব্যানারের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ঝু ঝু, তাই ভারতে এসে সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার মতো সময় বের করাটা তার পক্ষে অসম্ভব। তিনি সবসময় পরিচালকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এটা শুধু সময়ের অমিল ছাড়া আর কিছুই নয়।’

আমির খানের ‘দঙ্গল’ সিনেমার মতো ‘টিউবলাইট’ সিনেমাটিও চীনের প্রেক্ষাগ্রহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা, এ প্রসঙ্গে সেই সূত্র জানায়, ‘টিউবলাইট সিনেমাটি চীনে মুক্তি দিতে আগ্রহী প্রযোজনা প্রতিষ্ঠান। ঝু ঝুর জনপ্রিয়তার দরুন সিনেমাটি সেখানে মুক্তির দাবী রাখে। তবে চীনের আমদানি কোটা সিস্টেমে বছরে মাত্র ৩৪টি বিদেশি সিনেমা থাকে।’

সূত্রটি আরো জানায়, ‘চায়না ফ্লিম গ্রুপ কর্পোরেশনের কাছে প্রযোজনা প্রতিষ্ঠান আবেদন করেছে কিন্তু টিউবলাইট সিনেমাটি সেখানে মুক্তির বিষয়ে এখন পর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি।’

ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে টিউবলাইট। তবে সালমান খান অভিনীত বছরের সবচেয়ে প্রতীক্ষিত এ সিনেমাটি সালমানের অন্যান্য সিনেমার মতো বক্স অফিসে আয়ের রেকর্ড গড়তে পারেনি। সবার ধারণা ছিল মুক্তি পাবার তিন বা চার দিনের মাথায় ১০০ কোটি ক্লাবের সদস্য হবে টিউবলাইট। কিন্তু সিনেমাটি বছরের সবচেয়ে ব্যবসা-সফল সিনেমার একটি হিসেবে নিশ্চিত হলেও প্রথম পাঁচ দিনেও ১০০ কোটির ক্লাবে নাম লেখাতে পারেনি। বক্সঅফিস ইন্ডিয়া ডটকমের তথ্যানুসারে, গতকাল বুধবার পর্যন্ত সিনেমাটির আয় ৯৩ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, আজ ষষ্ঠ দিনে সালমান খানের ১১তম সিনেমা হিসেবে ১০০ কোটির ক্লাবে নাম লেখাবে টিউবলাইট।



রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়