ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিশু দুটির অভিভাবক কে?

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু দুটির অভিভাবক কে?

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাসাবো ও আদাবর এলাকা থেকে দুটি শিশু পাওয়া গেছে। তবে তাদের অভিভাবককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নার্গিস (৭) ও রীতু (১০) বেশ কয়েকদিন ধরে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘অনেক খোঁজাখুঁজি করা হয়েছে অভিভাবকদের। কিন্তু তাদের স্বজনদের মেলানো যাচ্ছে না। তারা যেসব নাম-ঠিকানা বলেছে সেগুলোতেও পুলিশ গেছে। এ কারণে কেউ যদি তাদের অভিভাবক দাবি করেন তাহলে পুলিশের ০১৭৪৫-৭৭৪৪৮৭, ০২-৯১১০৮৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।’

পুলিশ জানায়, ১৬ জুলাই রাতে বাসাবো ফ্লাইওভার ঢালে একটি শিশুকে কান্নাকাটি করতে দেখেন এক নারী। পরে তিনি শিশুটিকে পুলিশের কাছে দেন। সে তার নাম নার্গিস, আর বাবার নাম বাছেদ বলে জানায়। বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার ডাঙ্গাপাড়া গ্রামে। এ ব্যাপারে সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

১৫ জুলাই আদাবরের রাস্তায় পাওয়া রীতুকে আদাবর থানায় নিয়ে আসেন জিন্দা বিশ্বাস নামের এক ব্যক্তি। তখন রীতু জানিয়েছিল, তার বাড়ি ঠাকুরগাঁও জেলা সদরের শাওন দিখিলা। তবে ঢাকায় কোথায় থাকে, কীভাবে এলো তার বিস্তারিত বলতে পারছে না।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়