ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাহুল-প্রিয়াঙ্কার বিচ্ছেদ নিয়ে সুদীপ্তার বক্তব্য

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাহুল-প্রিয়াঙ্কার বিচ্ছেদ নিয়ে সুদীপ্তার বক্তব্য

প্রিয়াঙ্কা সরকার, রাহুল ব্যানার্জি, সুদীপ্তা সেন

বিনোদন ডেস্ক : টলিউড অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা সরকার ও রাহুল ব্যানার্জি। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। তাদের ঘরে রয়েছে সহজ নামের এক পুত্রসন্তান। কিন্তু এ সন্তান জন্মের পরই তাদের সম্পর্কে ফাটল ধরে। সর্বশেষ তা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।

তাদের এ বিচ্ছেদের কারণ হিসেবে উঠে আসে টেলিভিশন অভিনেত্রী সুদীপ্তা সেনের নাম। কিছুদিন আগে বিচ্ছেদের বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রিয়াঙ্কা সরকার। এবার এই বিষয় নিয়ে কথা বলেছেন সুদীপ্তা সেন।

সাক্ষাৎকারে সুদীপ্তাকে প্রশ্ন করা হয়- শোনা যায়, রাহুল-প্রিয়াঙ্কার বিচ্ছেদের জন্য আপনাকে দায়ী করা হয়েছিল। আর সেই মানসিক অশান্তি এড়াতেই নাকি লম্বা ছুটি নিয়েছিলেন? জবাবে সুদীপ্তা বলেন, ‘‘রাহুল আমার খুব ভালো বন্ধু। আর প্রিয়াঙ্কাও আমাকে চেনে। বিষয়টি নিয়ে আমরা তিনজনই ভীষণ ক্লিয়ার। যখন রাহুলকে জড়িয়ে আমাকে নিয়ে গুজব উঠেছিল, তখন খুব খারাপ লেগেছিল। কিন্তু তার জন্য ছুটি নেব কেন? ‘দুর্গা’, ‘টাপুর-টুপুর’, ‘তুমি আসবে বলে’ পরপর তিনটি ধারাবাহিকের কাজের পর মনে হচ্ছিল লম্বা ছুটি দরকার। আর সেটা চ্যানেলও বুঝেছিল। ছুটির অভাবে আমার না হচ্ছিল ঘুরতে যাওয়া, না হচ্ছিল সাইকোলজি নিয়ে চর্চা মানে কাউন্সিলিংয়ের প্র্যাকটিস। যার কারণে ছুটি নিয়েছিলাম।’’

এর আগে বিচ্ছেদ প্রসঙ্গে প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘এটা পরিস্থিতির ওপর নির্ভর করে। এক এক বয়সে স্বাধীনতার মানেটা পাল্টে যায়। একটা সময় মনে হয়েছিল, প্রেম করাটাই স্বাধীনতা। একটা সময় মনে হয়েছিল, বাড়ি থেকে পালানোটা স্বাধীনতা।  তবে একটা সম্পর্কে থাকলে উল্টো দিকের মানুষটার কিছু প্রত্যাশা থাকে। যা ইচ্ছে না করলেও কিছুটা মানিয়ে নিতে হয়। আর যখন মনে হলো- আমার আর রাহুলের মধ্যে সেই সম্পর্কটা নেই তখনই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। এটাও স্বাধীনতা।’

 

তিনি আরো বলেন, ‘বিচ্ছেদের সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। রাহুল আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু আমার খুব জেদ, এই জেদের জন্যই আমার সঙ্গে অনেক ভালো ঘটনা ঘটে। আবার অনেক খারাপ ঘটনাও ঘটে।’

 

এদিকে ‘চিরদিন তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন প্রিয়াঙ্কা। এতে রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। এ সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। এছাড়া ‘শোন মন বলি তোমায়’, ‘বউ বউ খেলা’, ‘রান’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘লাভ সার্কাস’, ‘গেম’ প্রভৃতি সিনেমায় রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।  

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/শান্ত/মারুফ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়