ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্রেস্ট পেয়ে মায়ের হাতে তুলে দিয়েছি : ইরেশ যাকের

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রেস্ট পেয়ে মায়ের হাতে তুলে দিয়েছি : ইরেশ যাকের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন ইরেশ যাকের

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ গত ২৪ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সালের চলচ্চিত্রে শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে এ পুরস্কার পান তিনি। 

অভিনয় জীবনে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতি প্রসঙ্গে ইরেশ যাকের রাইজিংবিডিকে বলেন, ‘এ অনুভূতি ব্যাখ্যা করা খুব কঠিন। এটা ব্যক্তিগত অনুভূতি। অ্যাওয়ার্ড আমার দৈনন্দিন জীবনে কোনো ছাপ ফেলবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সম্মান দিয়েছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অ্যাওয়ার্ডটা যখন নিতে যাই তখনকার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। তখন আমার কানের ভেতর ভন ভন করছিল। সম্মাননা ক্রেস্ট পাওয়ার পর মায়ের হাতে তুলে দিই। এতে মা অনেক খুশি হন।’ 

এর আগেও আপনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় আপনি পুরস্কার পেলেন। এ সিনেমায় বিশেষ কী ছিল বলে মনে করেন? জবাবে তিনি বলেন, ‘অ্যাওয়ার্ড পাওয়ার আগে এর থেকে ভালো কাজ হয়নি এমন নয়। হয়তো এর আগে জুরি বোর্ডের ভালো লাগেনি। এ সিনেমাটিতে আমি খল চরিত্রে অভিনয় করেছি। সাধারণত একজন খল অভিনেতা যেমন চরিত্রে অভিনয় করেন এ সিনেমায় তা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আমি এখানে অনেক পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের ফসল এই পুরস্কার।’

নেতিবাচক চরিত্রে অভিনয় করে পুরস্কার পেলেন। বাস্তব জীবনে আপনি নিজেকে কেমন বলে মনে করেন? জবাবে তিনি বলেন, ‘বাস্তব জীবনে আমি সম্পূর্ণ উল্টো। অভিনয় ফুটিয়ে তুলতে যা করা দরকার তাই করেছি। এর বাইরে কিছুই নয়।’

ইরেশ যাকের নিয়মিত চলচ্চিত্র ও ছোট পর্দায় অভিনয় করে যাচ্ছেন। তিনি এ পর্যন্ত ৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/রাহাত/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়