ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিপৎসীমার ওপরে যমুনার পানি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপৎসীমার ওপরে যমুনার পানি

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিনের টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের কয়েকটি নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। পানি বেড়েছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে। পানি বেড়েছে উত্তর-পূর্ব এলাকার নদী সুরমা ও খোয়াইতেও।

এ ছাড়া সিরাজগঞ্জের যমুনা নদীর পানি দ্বিতীয় দফায় বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার হার্ড পয়েন্টে পানি ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্বিতীয় দফায় পানি বৃদ্ধির কারণে নতুন করে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।

শনিবার দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান এসব তথ্য জানিয়েছেন।

এদিকে বন্যা তথ্য কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, সুরমা-যদুকাটা ও খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনায় পানি বাড়ছে, আগামী তিন দিন তা অব্যাহত থাকবে। ভারি বর্ষণ ও উজানের স্রোত অব্যাহত থাকলে আগামী সপ্তাহে যমুনা পাড়ে বন্যা দেখা দিতে পারে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/হাসান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়