ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৬ বলে ৬ উইকেটের বিরল কীর্তি !

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬ বলে ৬ উইকেটের বিরল কীর্তি !

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার কথা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু ছয় বলে ছয় উইকেটের কথা খুব একটা শোনা যায় না। তাও আবারও ছয়টাই বোল্ড। ক্রিকেট এমন অবিশ্বাস্য কীর্তি গড়ে দেখাল ইংল্যান্ডের স্কুল বালক লুক রবিনসন।

ইংল্যান্ডের ডারহাম শহরের কাছে ল্যাংলি পার্কে ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের হয়ে অনূর্ধ্ব-১৩ দলের হয়ে অনন্য এ কীর্তি গড়ে রবিনসন। তার এই কীর্তি গড়ার সময় আম্পায়ার ছিলেন তার বাবা স্টিফেন। স্কোরার ছিলেন মা হেলেন। আর ফিল্ডিংয়ে ছিল ছোট ভাই ম্যাথু।

ছেলের এমন অবিশ্বাস্য কীর্তি নিয়ে বাবা ৪৫ বছর বয়সি স্টেফেনে বলেন, ‘এটা পরাবাস্তব একটি অভিজ্ঞতা। প্রথম দুই ওভারে সে কোনো উইকেট পায়নি। ওই ম্যাচে আরও এক ওভার বোলিং করার সুযোগ ছিল তার। শেষ ওভার করবে কিনা জানতে চাইলে আমি তাকে চালিয়ে যাওয়ার কথা বলি। বোলিংয়ের শেষের দিকে আমি আম্পায়ার ছিলাম। এটা যথার্থ একটি ওভার ছিল।



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়