ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পার্লামেন্ট নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন করার অবকাশ নেই’

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পার্লামেন্ট নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন করার অবকাশ নেই’

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,  পার্লামেন্ট নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন করার কোনো অবকাশ নেই। দেশের বর্তমান পার্লামেন্ট যদি অবৈধ হয় তবে প্রধান বিচারপতির নিয়োগও অবৈধ।

শনিবার দুপুরে ১৫ আগস্ট উপলক্ষে ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ১৯৫৪ সালে প্রভাবশালী মুসলীম লীগ সরকারকে হারিয়ে দুই বছর এককভাবে ক্ষমতার অধিকারী ছিল। এদেশ স্বাধীন না হলেও আওয়ামী লীগ এই দেশে মাথা তুলে থাকতো, আমরা পার্লামেন্টের সদস্য থাকতাম। কিন্তু বঙ্গবন্ধুর অবদানের কারণেই একজন সাধারণ আইনজীবীও আজ দেশের প্রধান বিচারপতি হওয়ার সুযোগ পেয়েছে, মর্যাদা পেয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমানসহ আরো অনেকে।

অনুষ্ঠানে তরুণ-তরুণী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে ঋণের চেক ও সদনপত্র বিতরণ করা হয়।



রাইজিংবিডি/ঝালকাঠি/১২ আগস্ট ২০১৭/অলোক সাহা/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়