ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চলচ্চিত্রের দুঃসময়ে তার কথা গুরুত্বপূর্ণ ছিল: আহমেদ শরীফ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলচ্চিত্রের দুঃসময়ে তার কথা গুরুত্বপূর্ণ ছিল: আহমেদ শরীফ

বিনোদন প্রতিবেদক : গতকাল ২১ আগস্ট না ফেরার দেশে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। তার মৃত্যুর খবরে হতবাক হয়ে পড়েছেন তার ভক্তরা। শোবিজ অঙ্গনেও নেমেছে শোকের ছায়া। সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেছেন প্রিয় অভিনেতাকে হারিয়ে।

অভিনয় জীবনে অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নায়করাজ রাজ্জাক। আর সাধারণ সম্পাদক ছিলেন খল অভিনেতা আহমেদ শরীফ। নায়করাজ রাজ্জাককে শেষ শ্রদ্ধা জানাতে বিএফডিসিতে উপস্থিত হয়েছিলেন আহমেদ শরীফ। এ সময় রাইজিংবিডির সঙ্গে কথা বলেন আহমেদ শরীফ।

তিনি বলেন, ‘রাজ্জাক ভাই আজ আমাদের মাঝে নেই এটা ভাবতেই পারছি না। (এ কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন)। রাজ্জাক ভাই এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন এটা আমি কল্পনাও করতে পারিনি। সবাইকে একদিন চলে যেতে হবে। তারপরও তার মৃত্যু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তিনি ঘরে বসে দুটো কথা বললেও সেটা আমাদের মাথার মণি হয়ে থাকত। চলচ্চিত্রের দুঃসময়ে তার কথা খুব গুরুত্বপূর্ণ ছিল।’

তিনি আরো বলেন, ‘১৯৭১ সালে আমার অভিনয় জীবনে তাকে পাশে পেয়েছিলাম। সে সময় তিনি দাপুটে নায়ক ছিলেন। তিনি আমাকে এতটা ভালোবাসতেন যে তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। তিনি শুধু আমাকে নয় সবাইকেই ভালোবাসতেন।’

তিনি বলেন, ‘রাজ্জাক ভাই চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আর আমি তখন সাধারণ সম্পাদন ছিলাম। তিনি আমাকে সব সময় ভালো পরামর্শ দিতেন। আমি শুধু এতটুকু বলব, আল্লাহ রাজ্জাক ভাইকে জান্নাতে জায়গা করে দিন। আপনারাও তার জন্য দোয়া করবেন।’

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বেশ কিছুদিন ধরে নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়