ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাজ্জাকের মরদেহ আজাদ মসজিদে

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজ্জাকের মরদেহ আজাদ মসজিদে

নিজস্ব প্রতিবেদক : নায়করাজ রাজ্জাকের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে গুলশানের আজাদ মসজিদে। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কফিনবাহী অ্যাম্বুল্যান্স সেখানে পৌঁছায়। এখানে বাদ আসর জানাজা শেষে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

এর আগে আজ বেলা ১১টার দিকে নায়করাজের দীর্ঘ দিনের কর্মস্থল এফডিসিতে তার মরদেহ নেওয়া হয়। এখানে শ্রদ্ধা ও জানাজা শেষে নায়করাজের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। রাজনৈতিক, সংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগণ শেষবারের মতো নায়করাজ রাজ্জাককে শ্রদ্ধা জানান।



সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজ্জাক। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
 


রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/এম এ রহমান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়