ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাকিবের অভাব বড় করে দেখছে দক্ষিণ আফ্রিকা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিবের অভাব বড় করে দেখছে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে আগামীকালই মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক প্রোটিয়াদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাবকে বড় করে দেখছে দক্ষিণ আফ্রিকার গনমাধ্যমগুলো।

দক্ষিণ আফ্রিকার মতো বিরুদ্ধ কন্ডিশনে দলের অভিজ্ঞ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে মিস করার কথা আগেই জানিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। এবার ম্যাচ শুরুর আগে সাকিবের অভাবের কথা জানাল দক্ষিণ আফ্রিকার গনমাধ্যমগুলো। দক্ষিণ আফ্রিকার স্পোর্টস ২৪ এ প্রসঙ্গে জানায়, ‘সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলের অপর দুই অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম ও তামিম ইকবালের ওপর ভরসা রাখতে চাইবে বাংলাদেশ দল। অভিজ্ঞ অলরাউন্ডর হিসেবে তাকে মিস করবে দলটি। আবেদন করায় সাকিবকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

প্রথম টেস্ট শুরুর আগে চার দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের সেরাটা জানান দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন দলটির তারকা ব্যাটসম্যান হাশিম আমলা, ডিন এলগার, থিউনিস ডি ব্রুইন। তাদের সঙ্গে সম্প্রতি নিজেকে জানান দিয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অ্যাইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি ম্যাচে সম্প্রতি সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্করাম।

এর আগে দক্ষিণ আফ্রিকার চারটি টেস্টের সবকটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে মাসেলের ইনজুরি কারণে ঠিকমতো খেলতে পারেননি বাংলাদেশি ওপেনার তামিম। 



রাইজিংবিডি/ঢাকা/২৭ সেপ্টেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়