ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতেও অস্ট্রেলিয়াকে পাত্তা দেয়নি ভারত। নাগপুরে আজ ৭ উইকেটের দাপুটে জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল।

সেই সঙ্গে অসিদের বিপক্ষে জয়ে আবারও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে জিতে শীর্ষে উঠলেও বেঙ্গালুরুতে চতুর্থ ওয়ানডেতে হারের ফলে আবার অবনমন হয়েছিল ভারতের। তবে আজ পঞ্চম ওয়ানডেতে জিতে আবারও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ভারত।

নাগপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। হাফ সেঞ্চুরি পেয়েছেন শুধু ডেভিড ওয়ার্নার। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪২ রান করতে পারে সফরকারীরা। ভারতের মাটিতে ওয়ানডে ম্যাচে ৫০ ওভার ব্যাটিং করে ৮ বছর পর এই প্রথম আড়াই’শ এর কম সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

২৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেছে ভারতীয় ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতেই ১২৪ রান তোলেন অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। রাহানের (৬১) ফিফটির পাশাপাশি বিশাল এক ছক্কায় ওয়ানডেতে ১৪তম সেঞ্চুরি তুলে নেন রোহিত (১২৫)। ৩৯ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। শেষপর্যন্ত ৪২.৫ ওভারেই জয়ে বন্দরে নোঙর করে স্বাগতিক ভারত।



রাইজিংবিডি/ঢাকা/ ১ অক্টোবর ২০১৭/শামীম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়