ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা

দানুশকা গুনাথিলাকা

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের দল থেকে দানুশকা গুনাথিলাকার বাদ পড়ার খবরটা কাল চমক হয়েই এসেছিল। আজ জানা গেল আসল কারণ। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে সীমিত ওভারের ক্রিকেটে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

গত আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময় গুনাথিলাকা দলের একটি অনুশীলন সেশন মিস করেন। এ ছাড়া অনুশীলনে অখেলোয়াড়সুলভ আচরণও করেন। তাকে নিষিদ্ধ করার পাশাপাশি আরেক খেলোয়াড়কে সতর্ক করেছে এসএলসি।

শ্রীলঙ্কার ক্রিকেট ম্যানেজার আসানকা গুরুসিনহা বলেছেন, ‘দানুশকাকে ছয় ম্যাচে বিবেচনা না করার জন্য নির্বাচকদের বলেছে বোর্ড। হ্যাঁ, এটা শৃঙ্খলাজনিত কারণ, যে কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।’

সবশেষ পাঁচ ওয়ানডেতে গুনাথিলাকার রান ১৯, ৩৫, ৫২, ৮৭ ও ১১৬। এ বছর ওয়ানডেতে তার গড় ৪২.৪১। এই প্রথম তিনি শৃঙ্খলাভঙ্গের শাস্তি পেলেন।



রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়