ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শিগগিরই সুপ্রিম কোর্ট প্রশাসনে রদবদল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিগগিরই সুপ্রিম কোর্ট প্রশাসনে রদবদল

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট প্রশাসনে শিগগিরই রদবদল করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।

বুধবার বিকেলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রশাসনে কিছু রদবদল করবেন। তিনি এ বিষয়টি আমাকে অবহিত করেছেন।’

আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগের বিষয়ে আগামীকালই সুরাহা হতে পারে, গেজেট প্রকাশ হতে পারে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির বিষয়ে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি আজই ঢাকায় ফিরবেন। তারপর এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।

বিচারক শৃঙ্খলাবিধির বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে যে আলাপ আলোচনা হয়েছে তাতে আগামী নির্ধারিত তারিখে শুনানির আগেই বিষয়টি সুরাহা হবে।

বিকেল ৩টা থেকে সুপ্রিম কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির খাসকামরায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৫ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়