ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাল্যবিবাহ নারীর ক্ষমতায়নে প্রধান অন্তরায়

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাল্যবিবাহ নারীর ক্ষমতায়নে প্রধান অন্তরায়

নিজস্ব প্রতিবেদক : বাল্যবিবাহ নারীর ক্ষমতায়নে প্রধান অন্তরায়। সমাজ কন্যাশিশুদেরকে বোঝা মনে করে। কন্যাশিশুদের পড়াশোনার পেছনে টাকা খরচ করতে চায় না পরিবার। তারা মনে করে বিয়ে দিতে পারলে বোঝা দূর হয়ে গেল।

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কথা বলেন। 

মেহের আফরোজ বলেন, সময় বদলেছে। কন্যাশিশুরা এখন আর বোঝা নয় বরং কন্যাশিশু হল সর্বোত্তম বিনিয়োগ। কারণ তাদের মধ্যে থেকেই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে। ছেলেদের চেয়ে মেয়েরাই বাবা-মায়ের বেশি যত্ম নেয়।

মানববন্ধনে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে প্রতিমন্ত্রী দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি উদ্বোধন করেন। 



রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়