ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ল্যাথাম-টেলরের ব্যাটে উড়ে গেল ভারত

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ল্যাথাম-টেলরের ব্যাটে উড়ে গেল ভারত

সেঞ্চুরি পর ব্যাট উঁচিয়ে টম ল্যাথাম। চতুর্থ উইকেটে ল্যাথাম ও রস টেলর গড়েন ২০০ রানের জুটি

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের জয়ের জন্য চাই ৪ রান, রস টেলরের সেঞ্চুরি করতে দরকার ৫। তখনো ১৫ বল বাকি থাকায় নিউজিল্যান্ডের জয়ের চেয়ে টেলরের সেঞ্চুরি নিয়েই সবার আগ্রহটা বেশি। টেলর পারবেন সেঞ্চুরি করতে? শেষ পর্যন্ত অবশ্য পারলেন না। দল জয় থেকে ১ রান দূরে থাকতে ৯৫ রানে আউট হলেন টেলর। পরের বলেই চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করলেন হেনরি নিকোলস।

মুম্বাইয়ে রোববার প্রথম ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। বিরাট কোহলির সেঞ্চুরিতে ভারত ৮ উইকেটে করেছিল ২৮০ রান। টেলর ও টম ল্যাথামের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ড সেটি পেরিয়ে গেছে এক ওভার বাকি থাকতেই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডেতে সফলভাবে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটিই।

টেলর না পারলেও ল্যাথাম ঠিকই সেঞ্চুরি করেছেন, অপরাজিত ছিলেন ১০৩ রানে। দুজন চতুর্থ উইকেটে গড়েন ২০০ রানের জুটি। ভারতের বিপক্ষে এটিই এখন নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি। ২০১০ সালে ডাম্বুলায় টেলর ও স্কট স্টাইরিসের ১৮৮ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ।

লক্ষ্য তাড়ায় ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন মার্টিন গাপটিল ও কলিন মানরো। মানরোকে (২৮) ফিরিয়ে এ জুটি ভাঙেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তিনে নামা কেন উইলিয়ামসন বেশিক্ষণ টেকেননি। চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের বলে আউট হওয়ার আগে কিউই অধিনায়ক করেন ৬ রান।

এরপর দ্রুত গাপটিলকে (৩২) ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। তখন ৮০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে নিউজিল্যান্ড। তবে ল্যাথাম ও টেলরের দারুণ ব্যাটিংয়ে সেই চাপ সরে যেতে খুব বেশি সময় লাগেনি। তাদের ব্যাটে চড়েই শেষ পর্যন্ত দারুণ জয় পেল নিউজিল্যান্ড। সফরকারীরা তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

ক্যারিয়ারের চতুর্থ ও এশিয়ায় প্রথম সেঞ্চুরি পেয়েছেন ল্যাথাম। ১০২ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০৩ রানের ইনিংসটি সাজান তিনি। টেলরের ১০০ বলে খেলা ৯৫ রানের ইনিংসে ছিল ৬টি চার।

এর আগে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক কোহলি। তবে অধিনায়ক ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেন কোহলি। ২৯ রানে যদিও একবার জীবন পেয়েছিলেন। সেই সুযোগটা কাজে লাগিয়ে তুলে নেন ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি। কোহলির ১২১ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান দিনেশ কার্তিকের। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার ট্রেন্ট বোল্ট। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৮০/৮

নিউজিল্যান্ড: ৪৯ ওভারে ২৮৪/৪

ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: টম লাথাম। 




রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়