ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘এত বড় তারকা হয়ে লাভ কী?’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এত বড় তারকা হয়ে লাভ কী?’

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। বিশ্বব্যাপী পেয়েছেন তারকাখ্যাতি। তবে এ অভিনেতা মনে করেন, তার এই খ্যাতি কোনো কাজেই আসবে না যদি এ অভিনেতার সমসাময়িক অভিনয়শিল্পীদের সাফল্য তার ওপর প্রভাব ফেলে।

৫১ বছর বয়সি এ অভিনেতা বলেন, ‘যদি এখনো আপনি অন্যকে অনুসরণ করেন, অথবা কারো কারণে বিরক্ত হন কিংবা অন্যকে নিয়ে চিন্তা করেন, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করেন, তবে এত বড় তারকা হয়ে লাভ কী?’

তিনি আরো বলেন, ‘‘আমি নিশ্চিত, আমাকে দাম্ভিক বলা হবে কিন্তু অনেকেই রয়েছেন যারা বলেন, ‘যদি শাহরুখ খান হতে পারতাম’। আমি শাহরুখ খান, সুতরাং আমি কেন অন্য কারো মতো হতে চাইব?’’ সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই বলেন শাহরুখ।

শাহরুখ খান যখন বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন তার কোনো পরিচিতি ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো টাকা, বাড়ি, ভবিষ্যৎ ছিল না। মা-বাবা মারা গিয়েছিলেন, আমার যা মনে হয়েছে আমি তাই করেছি। আমার কিছু হারানোর ছিল না। এখন আমার সব রয়েছে। একদিক থেকে দেখতে গেলে, আমার অনেক কিছু হারানোর আছে।’  অন্য দিক দিয়ে দেখতে গেলে, আমি অনেক কিছু অর্জন করেছি, এমনকি তা হারাতে চাইলেও রয়ে গেছে। যখন আমাদের কিছুই ছিল না তখন যদি সাহসী হতে পারি, তা হলে সবকিছু যখন আমাদের অনুকূলে রয়েছে তখন একই রকম বিশ্বাস ধরে রাখতে পারব না কেন?’

এ তারকা মনে করেন, নিজের ইচ্ছে অনুযায়ী কোনো কিছু না করাটা বোকামি। বিশেষ করে তার মতো ব্যক্তি যিনি সমাজে নিজের অবস্থান তৈরি করতে পেরেছেন। শাহরুখ বলেন, ‘আমি বলছি না, আমি পথ প্রদর্শক ব্যক্তি এবং সবাই আমাকে অনুসরণ করুক, আমাকে উদাহরণ হিসেবে দেখুক। তাই আমার যেটা মনে হয় সেটিই করি। আমি দেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা নির্মাণ করেছি। জানতাম কোনো অর্থ ফেরত পাব না কিন্তু আমি এটা করেছি।’

সমসাময়িক অভিনয়শিল্পীদের সিনেমা দেখে অনেক উচ্ছ্বসিত হন শাহরুখ। কিন্তু নিজের ইচ্ছেমতো কাজ করতে পেরে প্রশান্তি পান বলে জানান তিনি। ‘আমার মতে, যে কাজ ইতোমধ্যে হয়েছে আমি সেটি কেন করতে যাব? অন্য কিছুর চেষ্টা করব। আমাকে অনেকেই চেনেন। তাদের মনে আমি রয়েছি। তাদের অনেক ভালো-মন্দ কথা বলার রয়েছে। আমি সবকিছু সহ্য করে বেঁচে থাকতে পারব না। একজন শিল্পী, বাবা, তারকা হিসেবে প্রতিদিন সকালে আমার এটিই মনে হয়।’ বলেন, শাহরুখ।

চলচ্চিত্রাঙ্গনের একজন মানুষ হিসেবে যতটা সিনেমা দেখা প্রয়োজন তা দেখেন না শাহরুখ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সিনেমা দেখি না। আমার পরিবারের সদস্যরা শর্ত দিয়েছেন, যদি আমি অভিনয় চালিয়ে যেতে চাই তা হলে মাসে দুটি হিন্দি সিনেমা দেখতে হবে। তাদের মতে, আপনি কেন সিনেমা দেখবেন না? আপনি অভিনয় করেন, সিনেমা নির্মাণ করেন, একটি প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালনা করেন, তা হলে কেন সিনেমা দেখবেন না? কী কী সিনেমা দেখব পরিবারের সদস্যরা তার তালিকাও তৈরি করেছেন।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়