ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আমি নিরুপায় : আসিফ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমি নিরুপায় : আসিফ

বিনোদন প্রতিবেদক : সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা নিয়ে আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার তিনি আরেকটি স্ট্যাটাস দেন। রাইজিংবিডির পাঠকদের জন্য তা অবিকৃত রেখে তুলে ধরা হলো-

‘২০১৭ সালটা নিজের মতো করে নেব বলেছিলাম, ভুলে যাইনি। আমার মুখের কথায় প্রাণ বায়ুর চলাচল। অন্তত ত্রিশটি গান আর ভিডিও আছে মুক্তির মিছিলে, আরো প্রচুর গান জমে আছে পাইপলাইনে। শুধু গান নিয়ে থাকতে পারলে ভালো হতো, ঘরে বাইরে অশান্তির ডামাডোলে মাথাটা ঢুকে যায়। গান একটা নিরবিচ্ছিন্ন সাধনার ব্যাপার, আমার জন্য এই ব্যবস্থা নাই, তবুও আমি থেমে যাওয়ার প্লেয়ার না। আমার জায়গা থেকে গান গাওয়া অসম্ভব। নিজের কাছের মানুষদের বিরক্তি সহ্য করা সবচেয়ে কষ্টের, আমি নিরুপায়। আসিফ এখন কারো স্বামী বাবা ভাই কিংবা সন্তান নয় ,তার কোন পরিবার নেই। আসিফ এখন বৈশাখী মেলার নাগর দোলা।

তবুও গান গেয়ে যাচ্ছি, অদম্য আসিফ বেঁচে থাকবে ঠিক ততদিন, যতদিন পরিশ্রম করতে পারবে আর লাগবে শুধু নিজের মেধাটাকে সাহসের সাথে সঠিক পরিচর্যা করা। আমাকে রাগিয়ে দেয়া খুব সহজ,তবে এর প্রতিক্রিয়ায় কারো কোনো সুবিধা হবে না। আমাকে ছোট করার চেষ্টা অব্যাহত আছে, অতীতেও ষড়যন্ত্রের জাল নস্যাৎ করে দিয়েছি। আমি গান গাই, এটা একটা সুকুমার বৃত্তি, এখানে সব হওয়া উচিত ধীর স্থির শান্তভাবে। আমার সাথে হয় উল্টো, মেনে নিয়েছি। বনেদি গানের চ্যানেলের জন্য গান বানাইনা, কত চ্যানেল আসল গেল, কত গরম খাবার পঁচে গেল, কেউ খবর রাখে না............।

আমার চলার পথে আমি এক নিঃসঙ্গ এক বেদুঈন। নির্ভীক যোদ্ধার মতো পা মাড়িয়ে ছুটে চলছি বন্ধুর পথ ধরে। পড়ে যেতে যেতে সামলে উঠি বারবার কারণ আমার সেই সক্ষমতা আছে। যারা মনে পঙ্কিলতা রাখে তারাই দুর্বল হয়। আমি সেই যোদ্ধা যার চোখের পানি রক্তে রূপান্তরিত হয়ে হৃৎপিণ্ডকে সচল রাখে। আমি সেই যোদ্ধা যুদ্ধের প্রতি যার প্রচণ্ড অনীহা, তবুও নিয়তি আমাকে বারবার টেনে নিয়ে যায় ব্যাটল গ্রাউন্ডে। আমি সেই সৌভাগ্যবান যোদ্ধা, যার প্রতিবেশী গিরগিটি আর বিষধর সাপ। আমি আসিফ আকবর – সর্বশক্তিমান আল্লাহ’র গোলাম, তিনিই শুধুমাত্র ন্যায়বিচারক। যতক্ষন সুস্থ্য থাকবো, শুধু আসিফের গানের টর্নেডো চলবে। ভবিষ্যৎ নিয়ে ভাবিনা, কারন আমিই ভবিষ্যৎ। ভালবাসা অবিরাম...............।’

সংগীতশিল্পী আসিফ আকবর বর্তমানে চলচ্চিত্রের প্লেব্যাকসহ বেশকিছু গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ অক্টোবর ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়