ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

যশোরে ১৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে অপহরণ ও গুমের মামলা

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে ১৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে অপহরণ ও গুমের মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে সাত কর্মকর্তাসহ ১৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে অপহরণ ও গুমের মামলা করেছেন এক নারী।

মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আমলী আদালতে যশোর কোতোয়ালি থানার ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলাটি করেন হিরা খাতুন নামের এক নারী। আদালত এই ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

যশোর শহরের শংকরপুর এলাকার বাসিন্দা হিরা খাতুন মামলায় উল্লেখ করেন, গত ৫ এপ্রিল সকালে তার একমাত্র ছেলে সাইদ ও তার বন্ধু শাওনকে শহরের পৌর পার্ক থেকে কোতোয়ালি থানা পুলিশ ধরে নিয়ে যায়। পরে থানায় গেলে দুই পুলিশ সদস্য তাকে ডেকে ছেলেকে ছাড়ানোর জন্য দুই লাখ টাকা দাবি করেন।

৭ এপ্রিল তিনি পত্রিকা মারফত জানতে পারেন সাইদ ও শাওন পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। এরপর থেকে তাদের সন্ধান মেলেনি।  চাহিদামত টাকা না পেয়ে পুলিশ তার ছেলে ও ছেলের বন্ধুকে পরিকল্পিতভাবে অপহরণ ও তাদের গুম করে ফেলেছে বলে অভিযোগ করা হয়।




রাইজিংবিডি/যশোর/১৪ নভেম্বর ২০১৭/বিএম ফারুক/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়