ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শাকিব এখন বয়স্কদের তালিকায়: ডিপজল

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাকিব এখন বয়স্কদের তালিকায়: ডিপজল

রাহাত সাইফুল: ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। ফিরেই ‘পাথরের মন’ নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। গতকাল এই অভিনেতার সঙ্গে কথা হয় রাইজিংবিডির এই প্রতিবেদকের। এসময় তিনি দেশের চিত্রনায়িকা সংকট এবং শাকিব খানের কিছু নেতিবাচক বিষয় নিয়ে কথা বলেন। 

নায়িকা সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে এখন নায়িকা নেই, যাকে নিয়ে সিনেমা নির্মাণ করব। দেশে কিছু যুবক নায়ক রয়েছে। এদের নিয়ে কাজ করা যায়। নায়ক আছে নায়িকা নেই।’

এ সময় নায়ক হিসেবে শাকিব খানকে স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘শাকিব খান এখন বয়স্কদের তালিকায় চলে গেছে। তাকে নিয়ে এখন অনেকেই কাজ করতে চাচ্ছেন না। তিনি মানুষকে অনেক কষ্ট দেন। অনেক সিনিয়র শিল্পীকে তার জন্য শুটিং সেটে অপেক্ষা করতে হয়। এটা এখন আর কেউ মানতে চান না। ওকে নিয়ে জ্বালা, কষ্ট কেউ সহ্য করতে চান না।’

শরীরের বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘সবার দোয়ায় এখন ভালো আছি। ২৫ ডিসেম্বর আবার সিঙ্গাপুর যাব। ফিরে এসে ৫ জানুয়ারি থেকে নতুন সিনেমার কাজ শুরু করব।’

ডিপজল নতুন করে আবার সিনেমা নির্মাণ করছেন এটি চলচ্চিত্রের জন্য সুখবর। তিনি আরো তিনটি সিনেমার কাজ শুরু করবেন বলে জানালেন। কিন্তু প্রশ্ন থেকে যায় ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে। এ প্রসঙ্গে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন সিনেমা কীভাবে আসবে? কীভাবে দর্শক হলে যাবে এই পরিবেশে কারো ধারণা নেই। বতর্মানে যারা সিনেমা করছেন তারা ফিল্ম সম্পর্কে কতটুকু বোঝেন? টাকা আছে সিনেমা বানাচ্ছে। নাটক আর ফিল্ম এক নয়। টাকা থাকলেই সিনেমা বানানো যায় না। ওরা কখনো ভাবে না সিনিয়রদের কাছে গিয়ে আগে কিছু শিখি। ফলে যা হওয়ার তাই হয়। নাটক বানালে তো সিনেমা চলবে না।’

ডিপজল নেতিবাচক ও ইতিবাচক দুই ধরণের চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন। ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ সিনেমার প্রায় ৭০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এ সিনেমায় ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। অনি-বনি কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করছেন বাপ্পি চৌধুরী-শিরিন শিলাসহ অনেকে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৭/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়