ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সিনেপ্লেক্সে রহস্যময় গল্প ‘কোকো’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিনেপ্লেক্সে রহস্যময় গল্প ‘কোকো’

বিনোদন ডেস্ক : গত বছরের মতো এ বছরও মুক্তি পেয়েছে বেশ কয়েকটি অ্যানিমেশন সিনেমা। এরই ধারাবাহিকতায় এবার মুক্তি পেয়েছে ‘কোকো’। আড্রিয়ান মলিনার চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন লি আনক্রিচ। ওয়াল্ট ডিজনি পিকচার্সের ব্যানারে ২২ নভেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। ঢাকার স্টার সিনেপ্লেক্সে ২৪ নভেম্বর মুক্তি পাবে কোকো। 

সিনেমার গল্পে দেখা যাবে, মেক্সিকোর কিশোর মিগুয়েলের শখ বড় মিউজিশিয়ান হওয়ার। টেলিভিশনে আর্নেস্টো ডে লা ক্রুজের গান শুনে নিজেই শিখে ফেলে গিটার বাজানো। কিন্তু মিগুয়েলের স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ায় তার পরিবারের সদস্যরা। এক শতক আগের এক ঘটনার কারণে সংগীতকে অভিশাপ মনে করেন তারা। সকল বাধা হার মানিয়ে পুরোনো সেই রহস্য উদ্ধারে নামে মিগুয়েল। তার সঙ্গী শুধু পোষা কুকুর। হঠাৎ একদিন মৃতদের চাকচিক্যময় এক নগরী ‘ল্যান্ড অব দ্য ডেড’-এ চলে আসে তারা। সেখানেই মিগুয়েলের পরিচয় হয় ট্রিক্সটার হেক্টরের সঙ্গে। দুজনে মিলে সন্ধান পায় মিগুয়েলের পারিবারিক সেই অভিশপ্ত রহস্যের।

সিনেমাটির মিগুয়েলের চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যান্থনি গঞ্জালেস। আর হেক্টরের চরিত্রে গেইল গার্সিয়া বার্নাল।

গত অক্টোবরে মেক্সিকোর মরেলিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে দর্শকদের বেশ প্রশংসা পায় সিনেমাটি। সমালোচকদেরও দৃষ্টি কাড়ে এর চিত্রনাট্য, নির্মাণশৈলী ও চরিত্র গঠন। রটেন টমেটোস, দ্য হলিউড রিপোর্টারের রেটিংয়েও যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে ‘কোকো’। তাই নির্মাতা, প্রযোজকরাও বেশ আশাবাদী সিনেমাটির সাফল্য নিয়ে।

দেখুন : ‘কোকো’ সিনেমার ট্রেইলার।




রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়