ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সালমার যৌন হয়রানির অভিযোগ, উইনস্টেইনের অস্বীকার

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সালমার যৌন হয়রানির অভিযোগ, উইনস্টেইনের অস্বীকার

বিনোদন ডেস্ক : মার্কিন প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারি ফাঁসের ঘটনায় সরগরম বিশ্বের শোবিজ অঙ্গন। হলিউডের পাশাপাশি অন্যান্য ইন্ডাস্ট্রির অভিনয়শিল্পীরাও প্রকাশ করছেন তাদের সঙ্গে ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনা। এ তালিকায় নতুন নাম জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক।

সম্প্রতি এ অভিনেত্রী হার্ভে উইনস্টেইনের সঙ্গে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্রিদা’ সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। ‘হার্ভে ইজ অ্যা মনস্টার’ শিরোনামের একটি কলামে তিনি এ প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। শুধু তাই নয়, হার্ভে তাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন বলে জানান তিনি।

এ অভিনেত্রী লিখেছেন: ‘হার্ভে উইনস্টেইন ছিলেন সিনেমাপ্রেমী, ঝুঁকি গ্রহণকারী, নতুন প্রতিভাবানদের অভিভাবক, একজন প্রিয় বাবা এবং একজন অত্যাচারী। বছরের পর বছর ধরে তিনি আমার কাছে একজন অত্যাচারী ব্যক্তি।’

তিনি আরো লেখেন, ‘ফ্রিদা আমার জীবনের একটি বড় প্রোজেক্ট ছিল। আমি হার্ভের সঙ্গে কাজের ব্যাপারে বেশ খুশি হয়েছিলাম। কিন্তু, কাজ শুরুর কয়েকদিনের মধ্যেই তার আসল রূপ বেরিয়ে আসতে থাকে। তিনি কখনো আমার হোটেল রুমে আসতে চেয়েছেন। আবার কখনো আমাকে একসঙ্গে গোসলের প্রস্তাব দিয়েছেন। আমি প্রত্যেকবারই তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এক সময় তিনি অভিযোগ করেন, সিনেমায় আমি আবেদনময়ী হয়ে উঠতে পারছি না। সিনেমা বন্ধ করে দেয়ার হুমকি দেন। কিন্তু আমি তা চাইনি। তখন হার্ভে আমাকে অন্য নারীর সঙ্গে যৌন দৃশ্যে অভিনয় করার প্রস্তাব দেন। এরপর একাধিকবার হার্ভে আমাকে নানাভাবে হয়রানি করেছে। আমি তার এই কাজের কথা সবাইকে বলে দেয়ার কথা জানালে সে বলেছিল, ‘আমি তোমাকে হত্যা করব, তোমার কি মনে হয় আমি সেট পারব না?’

তবে এ অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করেছেন হার্ভে উইনস্টেইন। তিনি জানিয়েছেন, সালমাকে প্রথম সারির অভিনেত্রী মনে করেন তিনি। আর ফ্রিদা কাহলো চরিত্রটিতে জেনিফার লোপেজও অভিনয় করতে চেয়েছিলেন কিন্তু সালমাকেই বেছে নিয়েছিলেন হার্ভে।

উইনস্টেইনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জনাব উইনস্টেইন সালমাকে নারীর সহ-অভিনেত্রীর সঙ্গে জোরপূর্বক অভিনয় করানোর বিষয়টি মনে করতে পারছেন না এবং তিনি দৃশ্যধারণের সময় সেখানে ছিলেন না। যাহোক, ফ্রিদা কাহলো চরিত্রটি ছিল বাইসেক্সুয়াল এবং হায়েক অনেক গুরুত্বপূর্ণ যৌন দৃশ্য করেছিলেন। সালমা হায়েকের পক্ষ থেকে যেসকল অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। সেখানে যারা উপস্থিত ছিলেন তারা যা প্রকাশিত হয়েছে তা সত্য না মিথ্যা বুঝতে পারবেন।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/মারুফ/তারা   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়