ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় কেন : রিজভী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় কেন : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক : নিরপেক্ষ নির্বাচন দিতে ‘সরকারের ভয় কেন’, তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে জানতে চেয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন-নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির পরাজয় নিশ্চিত। যদি তাই হয়, তাহলে ওবায়দুল কাদের সাহেবরা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পান কেন?’

‘ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রহীনতার গভীর খাদের দিকে ঠেলে দিলেন কেন? তাদের কার্যক্রমে গোটা দেশ আজ অন্ধকারে নিমজ্জিত। নানা কেলেঙ্কারির হোতা বর্তমান সরকার এবং বাহিরে ফিটফাট, ভেতরে সদরঘাট। নির্বাচন কমিশনের অধীনে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না,’ বলেন রিজভী।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়।

তিনি বলেন, ‘গোটা জাতি আজ পরিত্রাণের জন্য হা-হুতাশ করছে। একমাত্র নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র ফিরে পেলে জনগণ স্বাধীনতা পাবে।’

বিগত বছর বিএনপির নেতা-কর্মীরা ক্ষমতাসীনদের নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে দলটির এই নেতা বলেন, ‘তারপরেও বিএনপি নানা উৎপীড়ন সহ্য করে গণতন্ত্র পুণরুদ্ধারে আপোষহীন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়াপারসন এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, মুনির হোসেন এবং রফিকুল ইসলাম মাহতাব উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৮/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়