ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শাকিব-মিমের সিনেমা নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাকিব-মিমের সিনেমা নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘আমি নেতা হবো’। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমার শুটিং সম্প্রতি শেষ হয়েছে। সম্প্রতি এ সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হলে কিছু দৃ্শ্যের কর্তন দিয়েছেন সেন্সর বোর্ড।

সেন্সর সূত্র রাইজিংবিডিকে বলেন, ‘আমি নেতা হবো সিনেমাটি সেন্সর বোর্ড দেখেছেন। এ সিনেমার দৃশ্যে জাতীয় নেতাদের ছবি ব্যবহার করা হয়েছে। এসব ছবি মুছে দিতে বলা হয়েছে।’

শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খান-বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, কমল পাটকেরসহ অনেকে। গত ৩১ জুলাই রাজধানীর আফতাব নগরে ওমর সানি-মৌসুমীকে নিয়ে এর শুটিং শুরু হয়। এরপর কক্সবাজারে দৃশ্যায়ন করা হয়। ২০ সেপ্টেম্বর থেকে বিএফডিসিতে এ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়।

শাকিব খান অভিনীত সর্বশেষ ‘রাজনীতি’ ও ‘নবাব’ নামে দুটি সিনেমা গত ঈদুল ফিতরে মুক্তি পায়। মুক্তির পর সিনেমা দুটি বেশ ভালো ব্যবসা করে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস ও ভারতের শুভশ্রী। এদিকে মিমের ‘পাষাণ’ নামের সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেন সৈকত নাসির।



রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়