ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তৃতীয় দিন বৃষ্টির পেটে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৃতীয় দিন বৃষ্টির পেটে

ক্রীড়া ডেস্ক : হার্দিক পান্ডিয়ার ৯৩ রানের অনবদ্য ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ভারত ২০৯ রান করতে সক্ষম হয়। ৭৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ২ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল স্বাগতিকরা। ক্রিজে ছিলেন নাইটওয়াচম্যান কাগিসু রাবাদা ও হাশিম আমলা।

১৪২ রানের লিড নিয়ে আজ রোববার তৃতীয় দিনে মাঠে নামার কথা ছিল তাদের দুজনের। কিন্তু বৃষ্টির কারণে আজ একটি বলও মাঠে গড়ায়নি। দক্ষিণ আফ্রিকা-ভারতের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনটি বৃষ্টির পেটেই গিয়েছে।

তবে আবহাওয়ার পূর্বাভাসে সোমবার কোনো বৃষ্টির শঙ্কা নেই। আজকের দিনটি বৃষ্টির পেটে যাওযায় ভারতের সুবিধা হয়েছে। আজ পুরো দিন খেলা হলে নিঃসন্দেহে বড় সংগ্রহ পেত স্বাগতিকরা। আর সেটা ভারতকে তাড়া করতে হত পরবর্তী দুইদিনে। সেক্ষেত্রে জয়ের পথে একধাপ এগিয়ে থাকতে পারত প্রোটিয়ারা।



রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়