ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

শ্রীলঙ্কাকে ৩২১ রানের টার্গেট দিল বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৬, ১৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কাকে ৩২১ রানের টার্গেট দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

স্কোর : বাংলাদেশ ৩২০/৭ (৫০ ওভার)।

ব্যাটিং: সাইফউদ্দিন (৬*), সাব্বির (২৪*), নাসির ০, মাশরাফি (৬), মাহমুদউল্লাহ (২৪),মুশফিক (৬২), সাকিব (৬৭), তামিম ৮৪, এনামুল (৩৫)।

লড়াকু পুঁজি: টপঅর্ডার ব্যাটসম্যানদের দারুণ পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে ৩২০ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ। শেষের দিকে দ্রুত উইকেট না হারালে হয়তো আরও বড় হতে পারতো বাংলাদেশের সংগ্রহ। তবে ঘরের মাঠে এই পুঁজিতেই লঙ্কা বধের স্বপ্ন দেখছে টাইগারা।

ফিরলেন সাকিব: তৃতীয় উইকেট জুটিতে মুশফিকের সঙ্গে সাকিবের জুটি ভাঙেন লঙ্কান বোলার আসেলা গুনারত্নে। বোলিংয়ে ফিরে বিদায় করলেন সাকিব আল হাসানকে। স্লো মিডিয়াম পেস উড়িয়ে মারতে গিয়ে ব্যর্থ হয়েছেন সাকিব।বুকের সমান উচ্চতার ক্যাচ দুই হাতে মুঠোয় নেন গুনারত্নে। ৬৭ রানের ইনিংস খেলতে সাকিব খেলেন ৬৩ বল।

সাকিবের ফিফটি: তামিমের আউটের পর ওয়ানডাউনে নেমে ফিফটি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। তিন নম্বর অবস্থানে ব্যাটিং করতে নেমে নিজেকে যোগ্য হিসেবে জানান দিয়ে চলছেন দেশসেরা এ অলরাউন্ডার।লঙ্কানদের বিপক্ষে আজ ক্যারিয়ারের ৩৬তম ওডিআই ফিফটির দেখা পেলেন সাকিব। ৫ চারে ৫০ বলে অর্ধশত রানের দেখা পেয়েছেন তিনি।

৮৪ রানেই থামলেন তামিম: ত্রিদেশী সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দলকে জয় এনে দিতে ৮৪ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। আজ ঠান্ডা মাথায় ব্যাটিং শুরু করে সেই ৮৪ রানেই সাজঘরে ফিরতে হল তামিমকে। ইনিংসের ৩০ তম ওভারে ধনঞ্জয়ার করা প্রথম বলে কট বিহাইন্ড হন তামিম। শুরুতে আম্পায়ার সাড়া না দিলেও উইকেটের পিছনে থাকা ডিকভেলার আত্মবিশ্বাসী রিভিউতে আর টিকতে পারেননি তামিম। ১০২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৪ রানের ইনিংসটি খেলেন তামিম।

তামিমের ফিফটি: ত্রিদেশীয় সিরিজের টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি তুলে নিলেন তামিম ইকবাল। ক্যারিয়ারের ৪০তম ওডিআই ফিফটি পেতে বেশ ধীরভাবেই এগোচ্ছিলেন তামিম। ৭২ বল মোকাবিলা করে ৫টি চারে ফিফটির দেখা পান তামিম। তার ফিফটিতে ভর করে দলীয় সংগ্রহ শতরান ছাড়িয়েছে বাংলাদেশ।

এনামুলকে ফেরালেন পেরেরা: ব্যাটিংয়ের শুরু থেকেই আজ আক্রমণাত্মক ছিলেন এনামুল হক বিজয়। কয়েকবার জীবন পেয়ে ব্যক্তিগত ৩৫ রানে ফিরলেন তিনি। ইনিংসের শুরুতেই সেকেন্ড স্লিপে তার ক্যাচ মিস করেন কুশল মেন্ডিস। মাঝে ব্যক্তিগত ৩৪ রানে আরও একবার ক্যাচ তুলে দিয়ে জীবন পেলেও ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে শেষ রক্ষা হয়নি তার। থিসারার শর্ট বল পুল করতে গিয়ে ব্যাটে খেলতে পারেননি এনামুল। বল তার গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষক নিরোশান ডিকভেলার গ্লাভসে বন্দি হয়।  

টস: টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মু্স্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, আকিলা ধনঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

চার পেসার নিয়ে বাংলাদেশ: বাড়তি এক পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সানজামুল ইসলামের পরিবর্তে দলে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

ঘুরে দাঁড়াতে পারবে তো লঙ্কানরা: জিম্বাবুয়েকে মিরপুরে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ব্যাট-বলের লড়াইয়ে বাংলাদেশ নিজেদের মাঠে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল। কিন্তু উল্টো চিত্র শ্রীলঙ্কার। চন্ডিকা হাথুরুসিংহের দল প্রথম ম্যাচেই পেয়েছে হারের স্বাদ। জিম্বাবুয়ে তাদের হারিয়েছে ১২ রানে। আজ লঙ্কানরা বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে মাশরাফির দল।

বাংলাদেশ ৫: শ্রীলঙ্কা ৩৪ : দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ এগিয়ে থাকলেও ওভারঅল মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শ্রীলঙ্কা। ৪১ মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে ৫টিতে। শ্রীলঙ্কা ৩৪টিতে। ২টি ম্যাচের ফল আসেনি।

ম্যাথুস আউট : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের। তার পরিবর্তে লঙ্কানদের নেতৃত্বে দিচ্ছেন দিনেশ চান্দিমাল।

১২৬ রান দূরে তামিম : নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে তামিম ইকবালের প্রয়োজন ১২৬ রান। মিরপুর শের-ই-বাংলায় তামিম ৭২ ওয়ানডেতে করেছেন ২৩৮৯ রান। তার উপরে রয়েছেন ইনজামাম-উল-হক (শারজাহ, ২৪৬৪) এবং সনাৎ জয়াসুরিয়া (আর. প্রেমাদাসা ২৫১৪)। মিরপুরে সাকিবের রান ২২৫১।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়